X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাবির ছাত্রী হলে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৩
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রথম ছাত্রী হলে গ্রিল কেটে চুরির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

শাবির ছাত্রী হলে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবির প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. এ.জেড.এম মঞ্জুর রশিদকে আহ্বায়ক এবং প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ আমিনা পারভীন ও প্রক্টর জহির উদ্দীন আহমেদকে সদস্য করে কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে অতিসত্বর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাধ্যক্ষ আমিনা পারভীন আরও জানান, হলের সার্বিক নিরাপত্তায় আজ থেকে অতিরিক্ত দুজন সিকিউরিটি গার্ড হলের চতুর্দিকে টহল দেবে। পুলিশের টহল বাড়বে, নতুন কাঁটাতারের বেড়া স্থাপন করা হবে। চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

হলের এক আবাসিক ছাত্রী জানান, বৃহস্পতিবার গভীর রাতে এক ধরনের শব্দ শোনা যায়। পরবর্তীতে হলের ‘ডি’ ব্লকের নিচতলায় মেয়েদের রান্না করার জন্য চুলা রাখার জায়গার জানালার গ্রিল কাটা দেখা যায়। পরে হল প্রশাসনকে জানানো হয়।

আরেক শিক্ষার্থী জানান, ভোরবেলা ফজর নামাজের সময় নিচতলার এক রুমের শিক্ষার্থী বাথরুমে প্রবেশ করলে ছিটকিনি আটকে দেওয়া হয়। পরে তার রুম থেকে তিনটি মোবাইল চুরি করে পালিয়ে যায় চোর।

এদিকে চুরির ঘটনায় আবাসিক ছাত্রীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাত দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো হলো- দুটি টিলায় পুলিশ চেকপোস্ট স্থাপন, সিকিউরিটি অফিসারের পদত্যাগ ও দক্ষ অফিসার নিয়োগ, প্রশিক্ষণপ্রাপ্ত পর্যাপ্ত নাইট গার্ড নিয়োগ, চোরদের চক্র শনাক্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা, কাঁটাতারের বেড়ার উচ্চতা বৃদ্ধি করা, কার্যকর সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা এবং জরুরি কল বা বেল সিস্টেম চালু করা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!