X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাবির ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

শাবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৬:০৭আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৬:০৯
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। তিনি জানান, এবার বিশ্ববিদ্যালয়সহ সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৫৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে  ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩৪টি কেন্দ্রে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানতে যেকোনও মোবাইল অপারেটর থেকে SUST<space>SEATPLAN<space>Admission Roll  লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসের মাধ্যমে জানানো হবে। 

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে  ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.sust.edu ) থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবার ‘এ’ ইউনিটে ৬১৩টি ও ‘বি’ ইউনিটে ৯৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এছাড়া ইউনিটভুক্ত আসন ছাড়াও সংরক্ষিত আসনে সর্বমোট ১০০ জন শিক্ষার্থী (মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ২৮ জন, ক্ষুদ্র নৃগোষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত কোটায় ২৮, প্রতিবন্ধী কোটায় ১৪, চা শ্রমিক কোটায় ৪, বিকেএসপি কোটায় ৬ ও পোষ্য কোটায় ২০) বিভিন্ন বিভাগে ভর্তি করানো হবে।

এদিকে, এ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ২৮ হাজার ৮০৩ জন এবং বি ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে ৪৭ হাজার ২৬৫ জন আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় শৃঙ্খলা কমিটির প্রধান অধ্যাপক রাশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা বিষয়ে বিভাগীয় পুলিশ কমিশনারে নিকট বিশ্ববিদ্যালয় হতে চিঠি দেওয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রেই বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেতর বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিকসহ অন্যান্য সংগঠনের সব ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, ব্যানার ও টেন্ট নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্ত অবস্থানে আছে। 

উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিট এবং বেলা আড়াইটায় বিজ্ঞান অুনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এনএ/
সম্পর্কিত
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’
ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ
সর্বশেষ খবর
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক