X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইংরেজি ভাষা নিয়ে ইউল্যাবের বিশেষ সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ২৩:০৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২৩:১১

ইংরেজি ভাষা নিয়ে ইউল্যাবের বিশেষ সেমিনার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ইংরেজি বিভাগ ও ঢাকার আমেরিকান সেন্টারের যৌথ উদ্যোগে ‘ইভালুয়েটিং সেকেন্ডারি স্কুল ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং এন্ড লার্নিং’  রিসার্চ প্রজেক্টের সমাপনী অনুষ্ঠিত হলো। এতে প্রধান অতিথি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

শনিবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে রাশেদা কে চৌধুরী বলেন, বিশ্বে একটি চাহিদা তৈরি করা হয়েছে অন্য ভাষার । তাই অন্য ভাষা শেখার প্রতি জোর দেওয়া উচিত।

তিনি আরও বলেন, সবকিছুতেই একটা আমূল পরিবর্তন এসেছে। আমাদের মোবাইল ফোনগুলো দেখলেই বুঝা যায়। বর্তমানে এই ধরনের মোবাইল ফোনের চাহিদা প্রচুর। এখন আপনি বাংলা জানেন এবং ইংরেজি শিখছেন। কারণ বিশ্বে একটি চাহিদা তৈরি করা হয়েছে অন্য ভাষার। কিন্তু আমরা এখনও পরিপূর্ণ হয়ে উঠতে পারিনি। তাই আমাদের অন্য ভাষা শেখার প্রতিও গুরুত্ব দিতে হবে।

এসময় তিনি ইউল্যাবকে এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার কেলি রায়ান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড.জহিরুল হক, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড.শামসাদ মর্তুজা, প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. মাহমুদ হাসান খান প্রমুখ।

উল্লেখ্য,  ‘ইভালুয়েটিং সেকেন্ডারি স্কুল ইংলিশ ল্যাংগুয়েজটিচিং এন্ড লার্নিং’ শীর্ষক প্রজেক্টটির মূল বিষয়বস্তু হলো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোর পরিবেশ,পরিস্থিতি,এবং ভবিষ্যৎ বিষয়ে পর্যালোচনা করা।এক বছর মেয়াদী এই প্রজেক্টের সাথে জড়িত ছিল দেশের ৩০ টি স্কুল ও ১০ টি মাদ্রাসার ৬০জন শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে সকল শিক্ষকগণ উপস্থিত অতিথিদের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন।

এছাড়াও, ইউল্যাবের ইংরেজি বিভাগের প্রভাষক নাজাহ ফারহাতের ‘ভোকাবুলারি কন্টেন্ট ডেভেলপমেন্টঃ এ মাল্টিমডেল এপ্রোচ' বিষয়ক একটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিকশনারি ছাড়াই ভিন্ন  উপায়ে ইংলিশ ভোকাবুলারির দক্ষতা অর্জনের জন্য একটি অ্যাপ্লিকেশন ও প্রোজেক্ট উপস্থাপন করেন। এই অ্যাপটি উদ্বোধন করেন আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার কেলি রায়ান।

এ সময় ইন্টার-ইউনিভার্সিটি ভোকাবুলারি কম্পিটিশনের বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। 

/এসও/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ