X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রুয়েটে ভর্তি পরীক্ষা রবিবার, প্রতি সিটের বিপরীতে ৬ জন

রাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ১৫:০৮আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৫:১৫

রুয়েটের সংবাদ সম্মেলন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় এক হাজার ২৩৫টি আসনের বিপরীতে সাত হাজার ৪৮৮ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। প্রতি আসনের বিপরীতে ছয়জন পরীক্ষা দেবেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় রুয়েটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আশরাফুল আলম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুটি গ্রুপে (ক ও খ) অধীনে ১৪ বিভাগে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ক’ গ্রুপে ছয় হাজার ৮৮৬ জন এবং ‘খ’ গ্রুপের অধীনে  ৯টা থেকে ১২টা ১০ পর্যন্ত ৬০২ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। আগামী ৩১ অক্টোবর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধানের দেওয়া সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা চলাকালে ক্যালকুলেটর ছাড়া কোনও ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।

সংবাদ সম্মেলনে রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখ বলেন, ‘পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সহকারী অধ্যাপক মামুনুর রশীদ, জনংযোগ দফতরের উপ-পরিচালক গোলাম মর্তুজা প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা