X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৮, ২১:৫৭আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ২১:৫৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। বিশ্ববিদ্যালয় হিসেবে গৌরব ও সাফল্যের ১৩বছর পূর্ণ করে ১৪বছরে পদার্পণ করছে জবি। পাশাপাশি ১৬০ বছরে পা দিচ্ছে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন, র‍্যালি,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী।

তবে আজ  সরকারি ছুটি থাকায় আগামী ২২অক্টোবর পালিত হবে বিশ্ববিদ্যালয় দিবস।

বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা পূর্ববর্তী-পরবর্তী সময়ে সকল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ প্রতিষ্ঠানটি ২০০৫ খ্রিস্টাব্দের ২০ অক্টোবর জাতীয় সংসদে প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে জানা যায়, ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এরপর ১৮৭২ সালে নাম বদলে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণির কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজের রূপ পায়।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হলে তৎকালিন জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম সাথে আই,এ, আই,এসসি, বি,এ (পাস) শ্রেণী ছাড়াও ইংরেজি, দর্শন ও সংস্কৃতি অনার্স এবং ইংরেজিতে মাস্টার্স চালু বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারমিডিয়েট কলেজে অবনমিত করা হয়।

পরবর্তীতে ১৯৪৯ সালে আবার কলেজেটিতে স্নাতক পাঠ্যক্রম শুরু হয়। ১৯৬৮ সালে এটিকে সরকারিকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারি মর্যাদা লাভ করে। সর্বশেষ ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়।

জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ২০অক্টোবর ছুটি থাকায় আমরা ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস পালন করবো। সেদিন র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূলত কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়েছে। আমরা গত ৫-৭ বছরের মধ্যে কলেজের কালচার বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কালচার প্রতিষ্ঠায় সক্ষম হয়েছি। মূলত বিশ্ববিদ্যালয়ের মূল চরিত্র গবেষণা নির্ভরতা বৃদ্ধির চেষ্টা করছি আমরা। আমাদের অবকাঠামোগত সমস্যা থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী গত ৯ অক্টোবর একনেকে আমাদের নতুন ক্যাম্পাসের অনুমোদন করেছেন। কেরানিগঞ্জের তেঘুরিয়ায় আমারা বিশ্বমানের ক্যাম্পাস গড়ে তুলবো।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা