X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রলীগ নেতাকে মারধর

সিরাজুচ ছালেকীন, রাবি
৩০ অক্টোবর ২০১৮, ০৭:১৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ০৭:১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্তকে মারধর করা হয়েছে। রাবি ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাওসার ও সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত’র বিরুদ্ধে এই অভিযোগ। সোমবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এই ঘটনা ঘটেছে।

তারেক আহমেদ খানের বাম পায়ে গুরুতর জখম হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে তারেক আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের চারুকলায় খাবার খেতে আসেন। সেখানে আগে থেকেই কাওসার অবস্থান করছিলেন। তারেককে সেখান দেখার পর কাওসার হাসিবুল হাসান শান্তসহ কয়েকজনকে ডাকেন। এরপর খাওয়া শেষে তারেক আহমেদ দোকান থেকে বের হলে তাকে মারধর করা হয়। এতে তারেক আহমেদ খানের পায়ে গুরুতর জখম হয়। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ছাত্রলীগ নেতা তারেক আহমেদ খানের সঙ্গে এক ভর্তিচ্ছুর ভর্তি জালিয়াতি নিয়ে গোপন ফোনালাপের অডিও ফাঁস হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিনিময়ে এক ভর্তিচ্ছুর সঙ্গে তারেক আহমেদ খানের আড়াই লাখ টাকার চুক্তি হয়। বাংলা ট্রিবিউনসহ কিছু গণমাধ্যমে এই বিষয়ে খবর প্রকাশিত হয়। গণমাধ্যমে প্রকাশিত খবরে তারেক আহমেদ খান এটাকে ষড়যন্ত্র বলে দাবি করেন। এর পেছনে উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাওসার ও সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন। তারেকের এই মন্তব্যের জের ধরে তার ওপর হামলার ঘটনা ঘটে।

ছাত্রলীঘ নেতা হাসিবুল হাসান শান্ত বলেন, ‘নিউজে আমার নাম কেন দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে চড়-থাপ্পড় দিয়েছি।’

ছাত্রলীগ নেতা কাওসার বলেন, ‘নিউজে কেন নাম দিয়েছিল, সেটা জানতে চেয়েছিলাম। এটা নিয়ে তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়েছে।’

তারেক আহমেদ খান বলেন, ‘দুপুর বেলা আমি সেখানে খাবার খেতে যাই। তখন সেখানে কাওসার আগে থেকেই অবস্থান করছিল। আমি খাবার শেষ করে বের হতেই আমাকে কাঠের খড়ি দিয়ে ১০-১৫ জন এলোপাথাড়ি মারধর করে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?