X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিসিএসের ফরম পূরণে প্রতারণা: তিন জনের বিরুদ্ধে মামলা

রাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৯:২১আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৯:২৮

রাজশাহী ৪০তম বিসিএস পরীক্ষার ফরম পূরণে প্রতারণার ঘটনায় রাজশাহীতে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবদুল মমিন মতিহার থানায় মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের স্পন্দন কম্পিউটার দোকান মালিক মোস্তাক আহমেদ মামুন, রফিকুল ইসলাম আকাশ ও আরিফ হোসেন।

মতিহার থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ‘মামলার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মামলার এজাহারে আবদুল মমিন উল্লেখ করেন, ‘আমি গত ৩১ অক্টোবর মোস্তাকের দোকান থেকে বিসিএস পরীক্ষার ফরম পূরণ করি। পরে গত বৃহস্পতিবার আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে পিএসসির ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পাই, আমাকে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে উল্লেখ করে প্রতিবন্ধী কোটায় ফরম পূরণ করা হয়েছে। ওইদিনই আমি তার (মামুন) দোকানে গিয়ে জানতে পারি, তিনি আরও দুই শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণে প্রতারণা করে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমরা মামুনের কাছ থেকে এক লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছি। এখন পর্যন্ত ২১৫ জনের টাকা ফিরিয়ে দিয়েছি। যারা এখনও পায়নি, তাদেরকেও টাকা ফেরত দেওয়া হবে।’

উল্লেখ্য, বিসিএস ফরম পূরণের জন্য পিএসসি থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য আবেদন ফি ৭০৫ টাকা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়। মোস্তাক প্রায় ৩৫০ সাধারণ শিক্ষার্থীর অজান্তে তাদের প্রতিবন্ধী ক্যাটাগরিতে ফরম পূরণ করিয়ে ৭০৫ টাকা করে হাতিয়ে নেয়। পরে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) প্রতারণার শিকার শিক্ষার্থীরা প্রক্টরের সহযোগিতায় ওই তিন জনকে আটক করে পুলিশে দেয়।

আরও পড়ুন: চাকরির আবেদনকারীরা সাবধান

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’