X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৪০ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ১৬:১২আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৬:১৭
image

বৃহস্পতিবার সকাল নয়টা। শিক্ষার্থীরা কেউ পরেছে শাড়ি, কেউবা পাঞ্জাবি আবার কেউ স্যুট-কোর্ট। হাতে হাতে নানা রঙের বেলুন কিংবা ব্যানার। ঘড়ির কাটায় ঠিক যখন সাড়ে নয়টা, সকলেই একে এক জড়ো হতে শুরু করলো প্রশাসন ভবনের সামনে। শুরু হলো ঢোল-তবলা নিয়ে উচ্ছ্বাস।

৪০ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়
আজ (২২ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়ার শান্তিডাঙ্গা-দুলালপুরের নীভৃত পল্লীতে স্থাপিত হয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম এই বিশ্ববিদ্যালয়টি। পতাকা উত্তোলন, র‌্যালি, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪০ তম বিশ্ববিদ্যালয় দিবস।
সকাল সাড়ে নয়টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপনের শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শুভকামনায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ,অফিস এবং হলসমূহের শিক্ষক-শিক্ষার্থী এবংকর্মকর্তা-কর্মচারী।

৪০ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়
র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ আরও অনেকে। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে গিয়ে মিলিত হয়। এরপর ৪০তম জন্মদিন উপলক্ষে কাটা হয় ৪০ পাউন্ডের কেক। এরপর দোয়া মোনাজাত শেষে জাতীয় মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মাঝে নজর কেড়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শাহিনুর রহমানের ‘তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’গানটি। এছাড়া রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ রতন।

৪০ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা রঙের আলোকসজ্জিত হয় পুরো ক্যাম্পাস। প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক ভবন ও হলে লেগেছে নতুনত্বের ছোঁয়া।
এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্থপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তি প্রস্তরে ফুল দিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করে জিয়া পরিষদ। এরপর তার আত্মার প্রতি মাগফিরাত ও বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া-মোনাজাতে অংশ নেয় তারা। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক এম. এয়াকুব আলী,সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী,অধ্যাপক এ.কে.এম মতিনুর রহমানসহ আরও অনেকে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা