ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ইংরেজি ও মানবিক বিভাগ কার্ল মার্কসের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করছে।
“ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, কালচার অ্যান্ড পলিটিকসঃ মার্কস’ বাইসেন্টেনারি কনফারেন্স” শিরোনামে ইউল্যাবের ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য আয়োজনে বিভিন্ন ডিসিপ্লিনের আলোকে সমকালীন বিশ্বে মার্কসের চিন্তার প্রাসঙ্গিকতার উপর মনোনিবেশ করা হবে।
৩০ নভেম্বর (শুক্রবার) জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন। এরপরে নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ব্রেট বেঞ্জামিন “লিভিং অ্যামিডস্ট দ্য ক্যাটাসট্রফিজ অব ‘দ্য লিভিং কন্ট্রাডিকশন’: থিসিস অন মার্কস অ্যাট ২০০” শিরোনামে তার মূল প্রবন্ধ পাঠ করবেন। এই প্রবন্ধ উপস্থাপনের অধিবেশনে সভাপতিত্ব করবেন অধ্যাপক আনু মুহাম্মদ। একই দিনে, “ফানোঁ আফটার মার্কসঃ হোয়াটএভার হ্যাপেনড টু এলিয়েনেশন” শিরোনামে ফ্রাঞ্জ ফানোঁর চিন্তার আলোকে মার্কসের চিন্তার পাঠ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। অন্যান্য অধিবেশনগুলোর মধ্যে থাকবে ‘বাংলাদেশে মার্কসবাদ, সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক প্যানেল আলোচনা এবং ‘ক্রিয়েটিভ এক্সপ্লোরেশনস অব মার্কস’ শিরোনামে অধ্যাপক কায়সার হকের অধিবেশন। এর পাশাপাশি দিনব্যাপী বেশ কিছু অধিবেশন জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৮ জন গবেষক তাদের অ্যাকাডেমিক গবেষণাপত্র উপস্থাপন করবেন।
১ ডিসেম্বর (শনিবার) দুটি প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। অধ্যাপক শামসাদ মর্তুজার ‘দ্য স্পেকটার অব নক্সালজিয়া ইন মেঘনাদবধ রহস্য’ এবং অধ্যাপক ফখরুল আলমের ‘কার্ল মার্কস অন ইন্ডিয়া: এ পোস্টকলোনিয়াল পার্সপেকটিভ।’ আরও অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে মার্কসবাদ ও সামাজিক আন্দোলন’ এর উপরে প্যানেল আলোচনা এবং সমাপনী অধিবেশনে থাকবে ‘নতুন শতকে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা।
দ্বিতীয় দিনেও আরও ১৯ জন গবেষক দিনব্যাপী বিভিন্ন অধিবেশনে তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। কনফারেন্স সমাপ্ত হবে অরূপ রাহীর সাংস্কৃতিক পরিবেশনায় যার শিরোনাম ‘লালন ও মার্কস-এর মুক্তির কল্পনা।’