X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রাইমএশিয়ায় টেক্সটাইল বিজনেস কেস কম্পিটিশন অনুষ্ঠিত

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৮:০৩
image

রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে বিশ্ববিদ্যালয়টির বস্ত্র প্রকৌশল বিভাগের উদ্যোগে বাংলাদেশে তৈরি পোশাক সেক্টরে প্রবাসীদের কর্মসংস্থান এবং তার বিকল্প বিষয়ে টেক্সটাইল বিজনেস কেস কম্পিটিশন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

টেক্সটাইল বিজনেস কেস কম্পিটিশন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন, অধ্যাপক শেখ মোঃ হাসানুজ্জামান। বিশ্ববিদ্যালয়টির বস্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক এম এ খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বস্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এবিএম আব্দুল্লাহ, অধ্যাপক ড. এমএম মুস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ড. মোঃ হেলাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু সাঈদ মিয়া এবং বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী।
জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল এফজেডকো’র বাংলাদেশ সংযোগ দপ্তরের বিভাগীয় পরিকল্পনাকারী মোঃ শাহবুদ্দিন ইসলাম শরীফ, ওএক্সওয়াই টেক্স লিমিটেড এবং ওএক্সওয়াই প্রিন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন (মিঠু), জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল এফজেডকো বায়িং হাউজের বিভাগীয় পরিকল্পনাকারী মাসুম রায়হান, বস্ত্র প্রকৌশল বিভাগের প্রাক্তন ছাত্র প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশগ্রহণ করেন এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সাথে নিজেদের চিন্তা ও বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৫টি দলের মধ্য থেকে ৩টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ‘দ্য ইলিউশনিস্ট’ দল চ্যাম্পিয়ন ট্রফি জেতার গৌরব অর্জন করে। রানার-আপ ট্রফি এবং তৃতীয় স্থান অর্জনকারী ট্রফি লাভ করে যথাক্রমে ‘টিম টিটান্স’ দল এবং ‘ইয়াং টেক্স’ দল।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক নাজমুস সাকিব, প্রভাষক সজল আহমেদ এবং প্রভাষক সৌরভ কুমার ঘোষ প্রতিযোগিতার সকল কার্যক্রমের ব্যবস্থা করেন।
অনুষ্ঠানে বস্ত্র প্রকৌশল বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা