X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তিন দফা দাবিতে ইবি কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান

ইবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৭
image

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে ইবি কর্মকর্তা সমিতি। মঙ্গলবার (১১ ডিসেম্বর) কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ শামসূল ইসলাম জোহা ও সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোর্শেদুর রহমান স্বাক্ষরিত স্মারকলিপি সূত্রে এ তথ্য জানা যায়।

ইসলামী বিশ্ববিদ্যালয়
জানা যায়, গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৪৩ তম সিন্ডিকেট অনুষ্ঠিত হয়। পরে  ইবি কর্মকর্তা সমিতির সাধারণ সভায় অগ্রাধিকারের ভিত্তিতে তিনটি দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো- উপ-রেজিস্ট্রর/সমমান পদের কর্মকর্তাদের বেতন স্কেল ৪নং গ্রেড (৫০ হাজার টাকা) এবং সহকারী রেজিস্ট্রার/সমমান পদের বেতন স্কেল ৬ষ্ঠ গ্রেড (৩৫ হাজার ৫০০ টাকা) করা, অফিস সময়সূচি পূর্বের ন্যায় (সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত) করা এবং কর্মকর্তাদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স ৬০ বছর থেকে ৬২ বছর পুনর্বহাল করা।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর উক্ত দাবিসমূহ বাস্তবায়ন করা না হলে ১৮ তারিখ ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। এছাড়াও ২২ ডিসেম্বর সকাল ১১টা থেকে মৌনমিছিল, ২৪ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত  প্রশাসন ভবনের সামনে অবস্থান করা হবে। ২৪ ডিসেম্বরের মধ্যে এসকল দাবিসমূহ বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বর্তমানে উপ-রেজিস্ট্রার/সমমান পদের কর্মকর্তারা ৫ম গ্রেডে এবং সহকারী রেজিস্ট্রার/সমমান পদের কর্মকর্তারা ৭ম গ্রেডে বেতন পেয়ে আসছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট ১৫৪ জন উপ-রেজিস্ট্রার কর্মরত আছেন। এর মধ্যে ৫৩ জন ৫০ হাজার টাকা (৪র্থ গ্রেড) এবং ১০১ জন ৪৩ হাজার টাকার স্কেল (৫ম গ্রেড) পাচ্ছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ে ১৩৩ জন সহকারী রেজিস্ট্রার কর্মকর্ত আছেন। এর মধ্যে ১০৪ জনকে ৩৫ হাজার ৫০০ টাকার স্কেল (৬ষ্ঠ গ্রেড) এবং ২৯ জনকে ২৯ হাজার টাকার স্কেল (৭ম গ্রেড) দেওয়া হচ্ছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা