X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাভাবিপ্রবিতে নির্বাচনি হাওয়া

মাভাবিপ্রবি প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৫১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৪
image

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দোরগোড়ায়। এ নির্বাচনকে ঘিরে দেশের মানুষের আগ্রহের যে কমতি নেই তা বর্তমান সময়ে রাস্তা-ঘাটে, বাস-ট্রেনে, চায়ের দোকানসহ আড্ডায় কথাবার্তা শুনলে সহজেই বোঝা যায়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যেও ইতোমধ্যে নির্বাচনি হাওয়া লেগেছে। ক্যান্টিন, ক্যাফেটেরিয়া, বিভিন্ন ঝুপড়ি, আবাসিক হলের পাশে দোকানগুলোতে শিক্ষার্থীদের আড্ডার বিষয়বস্তু হয়ে উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন।

মাভাবিপ্রবিতে নির্বাচনি হাওয়া

ভোট একটি রাষ্ট্রের নাগরিকের গণতান্ত্রিক অধিকার। জাতীয় সংসদ নির্বাচনে এ ভোট প্রয়োগ করার অধিকার ৫ বছর পর একবারই আসে নাগরিকের কাছে। এ জন্যই দেশের সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের কাছে বিশেষ করে এবার নতুন ভোটারদের কাছে এ নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যারা এবার প্রথমবারের অটো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের আড্ডার বিষয়বস্তু এখন আসন্ন নির্বাচনের হালচাল। 

এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ২২ শতাংশ ভোটার প্রথমবারের মতো ভোট প্রদান করবেন, যাদের একটি বড় অংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অনেকেই মনে করছেন, এ নির্বাচনের হার-জিতের ব্যবধান গড়ে দেবে এ নতুন ভোটাররা। এই তরুণ ভোটারদের ভোট পেতে হলে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, মত প্রকাশের স্বাধীনতা, মাদকমুক্ত দেশ, সুশাসন প্রতিষ্ঠা, মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগ প্রদান এবং বেকারত্ব নিরসনে কাজ করতে হবে। মাভাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের আড্ডায় এমন বিষয়গুলো উঠে আসছে।

অধিকাংশের মতে তখনই নাগরিকের ভোটের গুরুত্ব প্রতিষ্ঠা পাবে যখন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। আর নাগরিকের ভোটে যখন কোনও প্রতিনিধি নির্বাচিত হবেন, তখন তার জবাবদিহিতার একটা জায়গা তৈরি হবে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুর রহমান এবার প্রথমবারের মতো দেবেন ভোট। তিনি বলেন, ‘কোনও প্রশ্নবিদ্ধ বা প্রহসনমূলক নির্বাচন যেন না হয়, আমরা যেন সুষ্ঠুভাবে নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারি- এটাই চাওয়া। নির্বাচন কমিশনকে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করলে কিংবা আচারণবিধি ভঙ্গ করলে সে যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, ‘নির্বাচনের সময় প্রার্থীরা অনেক উন্নয়নের আশ্বাস দেন, বাস্তবিক পক্ষে তা কিছুই হয় না। নির্বাচনে সব প্রার্থীদে্র এই রাজনীতি বন্ধ করতে হবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কোনও নির্বাচনকেন্দ্রিক সংগঠন নয়, এটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে মাঠে থেকে যা যা করা দরকার তা সর্বোচ্চ করবে। নির্বাচন পরবর্তী সময়ে ক্যাম্পাসে যেন কোনও প্রকার অপশক্তি অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকব এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করব আমরা। এছাড়া ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের দাবি-দাওয়া আদায়ে তাদের পাশে থেকে কাজ করে যাব।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মী বলেন, ‘আমরা সবসময় ক্যাম্পাসে সহ-অবস্থান এবং যেকোনও প্রগতিশীল সংগঠনের জন্য সভা সমাবেশ উন্মুক্ত রাখার চেষ্টা করবো। ছাত্র-সংসদ নির্বাচন এবং হলগুলোতে ছাত্রসংসদ নির্বাচন নিয়ে আমরা কাজ করে যাব। শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং হলগুলোতে মেধা অনুসারে আসন বন্টন নিশ্চিতকরণে আমরা কাজ করে যাব। বাকস্বাধীনতা নিশ্চিতকরণে আমরা সোচ্চার থাকব।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়