X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

কুবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৪
image

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উদযাপনে রবিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয় নানা কার্যক্রম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হয়।
বিজয় র‍্যালির পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শুরু হয়। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, হলসমূহ, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারী পরিষদ ও ১৯টি বিভাগ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করে। এসময় বিভাগসমূহ বিভিন্ন নকশার পুষ্পস্তবক নিয়ে হাজির হয়। যেগুলোতে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানচিত্র, পতাকা ও সার্বভৌমত্ব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠন, বিএনসিসি, রোভার স্কাউট ও আঞ্চলিক সংগঠনগুলো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বেলা ১১টায় শ্রদ্ধা জানানো হয় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে হলসমূহ, বিভাগসমূহ, শাখা ছাত্রলীগও সর্বস্তরের অঙ্গসংগঠন অংশ নেয়।
বেলা ৩টায় বিজয় দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আমিনুল ইসলাম আকন্দ এর সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি ফার্মেসি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হকের সঞ্চালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
প্রধান অতিথির  বক্তব্যে উপাচার্য  বলেন, ‘বঙ্গবন্ধু-স্বাধীনতা-বাংলাদেশ এগুলো সমার্থক শব্দ। যারা বঙ্গবন্ধুকে ধারণ করে না তারা বাংলাদেশ বিশ্বাস করে না।’
এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট বিশ্বজিৎ  চন্দ্র দেব, কলা ও মানবিক অনুষদের ডিন জি এম মনিরুজ্জামান, অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. আমিনুল ইসলাম আকন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, কর্মচারী সমিতির সভাপতি দীপক চন্দ্র  মজুমদার প্রমুখ।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় ‘হাসিনা অ্যা ডটারস টেইল’ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সবশেষে এর আগে দিবসটি উদযাপনে ১৫ ডিসেম্বর থেকেই পুরো বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আলোকসজ্জার আয়োজন করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’