X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

জাবিতে হিম উৎসব শুরু ১৭ জানুয়ারি

জাবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:১০
image

ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রাণের স্পন্দন আমাদের লোকজ সংস্কৃতি। বাণিজ্যিকীকরণের কবলে পড়েছে শিল্প। বৈচিত্র্যময় সেসব সংস্কৃতি বাঁচিয়ে রাখতে এবং শিল্পের বাণিজ্যিকীকরণ রুখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আয়োজন করছে ‘হিম উৎসব’ এর। ‘পরম্পরায় আমরা’ নামে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টানা চতুর্থবারের মতো বসছে শীত বরণের এই উৎসব।

জাবিতে হিম উৎসব
১৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে ১৯ জানুয়ারি শনিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বেশ কয়েকটি স্পটে বসবে উৎসবের নানা আয়োজন।  
এবারের প্রতিপাদ্য ‘সুআশায় কেটে যাক কুআশার ঘোর।’

উৎসবের বিশেষত্ত সম্পর্কে ‘পরম্পরায় আমরা’র সংগঠকরা বলেন, ‘আমরা এমন একটা সময়ে বাস করছি যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের লোকজ সংস্কৃতি। সংস্কৃতি, ভাষা, নিঃশ্বাসে আমাদের পরিচয়। শীতের রুক্ষতার ন্যায় এক অদ্ভুত অন্ধকার গ্রাস করে নিচ্ছে আমাদের সংস্কৃতিকে। তাই শীতের রুক্ষতাকে দূরে সরিয়ে সংস্কৃতির বিকাশ, চর্চা, উপস্থাপন এবং সংরক্ষণের জন্যই এই উৎসব।’

তিন দিনব্যাপী এবারের উৎসবে থাকছে আর্ট ক্যাম্প, পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী, শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান, গাজীর গান, আদিবাসী নাচ, সাপখেলা, লাঠিখেলা এবং কনসার্ট। এবারের কনসার্টটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে।     

জাবিতে হিম উৎসব            
১৭ জানুয়ারি বিকাল তিনটায় ‘অমর একুশ’ এর পাদদেশ থেকে হিমযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। জহির রায়হান মিলনায়তন চত্বরে বিকাল সাড়ে তিনটায় সাপ খেলা ও লাঠিখেলা, সন্ধ্যা সাড়ে পাঁচটায় আদিবাসী নাচ, সাড়ে ছয়টায় সঙ, সাতটায় গাজীর গান এবং রয়েছে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী।
পরদিন শুক্রবার সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তন চত্বরে আর্টক্যাম্প, সন্ধ্যা সাড়ে পাঁচটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান এবং ক্যাফেটেরিয়া চত্বরে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী থাকবে। উৎসবের সমাপনি দিন শনিবার সকাল ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে কনসার্টের মধ্য দিয়ে হিম উৎসবের পর্দা নামবে। রয়েছে ব্যান্ড ‘বাংলা ফাইভ’ এর অ্যালবাম ‘কনফিউশন’ এর প্রকাশনা। কনসার্টে পারফর্ম করবে বেশ কয়েকটি ব্যান্ড।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’