X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে কেন্দ্রীয় উপাসনালয় নির্মাণ কাজের উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৭:১৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:২৫
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় উপাসনালয় নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে নোবিপ্রবি হযরত বিবি খাদিজা হলের পাশের মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন ও বক্তৃতা করেন মাননীয় উপাচার্য। উক্ত উপাসনালয় এর সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯২ লাখ টাকা। উপাসনালয়টি আয়তনে প্রায় চারশত বর্গ কিলোমিটার। এটি একটি ত্রিধর্মী (সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টান) উপাসনালয় হিসেবে ব্যবহৃত হবে। উপাসনালয়ে তিনটি প্রকোষ্ঠ থাকবে। এর একটিতে সনাতন ধর্মালম্বীদের জন্য স্বরস্বতীর প্রতিমা থাকবে, আরেকটিতে বৌদ্ধদের জন্য গৌতম বুদ্ধের বিগ্রহ ও অন্যটিতে থাকবে যিশু ও মাতা মেরীর বিগ্রহ। এখানে বর্ষব্যাপী এই তিন ধর্ম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ পার্বন এর পাশাপাশি ধর্মীয় কর্মশালা, সেমিনার, ধর্মীয় পাঠচক্র, আন্ত:ধর্মীয় সংলাপ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নোবিপ্রবিতে কেন্দ্রীয় উপাসনালয় নির্মাণ কাজের উদ্বোধন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন নোবিপ্রবির ছাত্রী অর্পিতা সিংহ রায়, পবিত্র ত্রিপিটক পাঠ করেন ইএসডিএম বিভাগের প্রভাষক পিনাকী চৌধুরী, পবিত্র বাইবেল পাঠ করেন বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক লিজা রোজারিও। অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও বক্তৃতা করেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মোমিনুল হক, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. গাজী মো. মহসীন,  পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক জনাব এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুবোধ কুমার সরকার, ইএসডিএম বিভাগের প্রভাষক তনুজা বডুয়া, নোয়াখালী ক্যাথলিক চার্জের ফাদার লিন্টু আবুসালেম রয় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর ও শাখাপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. দিব্যদ্যুতি সরকার।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট