X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শাবির সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন

শাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৫
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রসায়ন বিভাগের ২০০৩-০৪ সেশনের সাবেক শিক্ষার্থী ও ৩৩তম বিসিএসে শিক্ষা ক্যাডার প্রভাষক মিলু রানী মণ্ডলের সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শাবির শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা ঘাতক চালকের বিচার ও মিলুর দেড় বছরের ছেলের জন্য রাষ্ট্রীয় সহায়তায় দাবি জানান।

সড়ক দুর্ঘটনায় শাবির সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রসায়ন বিভাগের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শাবির রসায়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ছাড়ার অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়। এসময় সবার হাতে ‘দাবি মোদের একটাই, ঘাতক চালকের বিচার চাই’, ‘আর কত মিলুর প্রাণ এভাবে সড়কে বিলিয়ে দিতে হবে’ স্লোগান সংবলিত পোস্টার দেখা যায়। শোক র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা ভবন 'বি' এর সামনে এসে শেষ হয়।
সড়কে ঝরে পড়া শাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী ঘাতক চালকের বিচার দাবি করে মানববন্ধন ও র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, ‘পিতার কাছে যেমন সন্তানের লাশ ভারী, তেমনি শিক্ষকের কাছে তার শিক্ষার্থীর লাশও অনেক ভারী। আমরা আর কখনও মিলুকে ফিরে পাবো না। কিন্তু আমাদের মাঝ থেকে এভাবে আর কোনও মিলুকে যেন হারাতে না হয়। মিলুর দেড় বছরের একটি শিশু আছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো তার ছোট্ট বাচ্চার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনও ব্যবস্থা নেওয়া হোক।’
এসময় মানববন্ধনে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস. এম. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ আস সামেদ, অধ্যাপক ড. রোকসানা বেগম, অধ্যাপক ড. মো. জলিল রহমানসহ আরও অনেকে।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত মিলু রানী মণ্ডল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন। গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে কলেজে যাওয়ার পথে সাভারের নবীনগরে দুই বাসের প্রতিযোগিতায় পড়ে ঘটনাস্থলেই দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হলেগত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া