X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাকসু নির্বাচনের দাবিতে শাবিতে তথ্যচিত্র প্রদর্শনী

শাবি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনের দাবি নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবি শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসে দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। এতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শাকসু নির্বাচনের দাবিতে শাবিতে তথ্যচিত্র প্রদর্শনী

ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র ও সাধারণ সম্পাদক নাযিরুল আজম বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে বলেন, '১৯৮৩ সালে মজিদ খান শিক্ষানীতির বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এদেশের ছাত্ররা যে শিক্ষাব্যবস্থার দাবিতে প্রাণ দিয়েছিল, তা আজও পূরণ হয়নি। বরং সে সময়ের স্বৈরাচার এরশাদ ও তার নিষিদ্ধ সংগঠনকে তথাকথিত গণতান্ত্রিক দলগুলোকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে এবং সরকারগুলোও স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ তীব্রতর করেছে।'


তিনি আরও বলেন, তাদের ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের কেন্দ্রবিন্দু ছাত্র সংসদকে অচল করে রাখা হয়েছে। যার উদ্দেশ্যে শিক্ষাকে ক্রমাগত বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণ করা এবং সে লক্ষ্যে পিপিপি-হেকেপ নামে নানা কৌশলপত্র ও চুক্তি বাস্তবায়ন করা। এই উদ্দেশ্য ৯০ এর  স্বৈরাচার  শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ এর মূল দাবির পরিপন্থী।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সংগঠনগুলোর সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার চর্চা নিশ্চিত করে একটি উন্নত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নির্মাণ করতে শাকসু এর বিকল্প নেই। বক্তারা প্রশাসনের প্রতি অবিলম্বে নির্বাচন দিয়ে শাকসু সচলের আহ্বান জানান এবং স্বৈরাচার বিরোধী চেতনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!