X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা

ইবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০২
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হওয়া এই বইমেলা চলবে২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আম্রকাননে অনুষ্ঠিত হবে এ মেলা। মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন।  সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক  এ তথ্য নিশ্চিত করেন।
বইমেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেলা উপলক্ষে আম্রকাননে বসানো হয়েছে মোট ১৫টি স্টল। আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলামঞ্চ। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম সরকার বলেন, ‘প্রথমবারের মতো বইমেলা অনুষ্ঠিত হবে শুনে খুবই ভালো লাগছে। ক্যাম্পাসে যেকোনও উৎসব বিশ্ববিদ্যালয়কে উৎসবমুখর করে তোলে।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘বইমেলা আমাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আমরা এ ধারা অব্যহত রাখতে চেষ্টা করবো।’
বইমেলার পাশাপাশি ১৯-২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলামঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রথমদিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) প্রধান আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর শামসুজ্জামান খান।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
২১ ফেব্রুয়ারি আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক।
এছাড়াও ২০ ফেব্রুয়ারি রাতে দোয়া মাহফিল, শোক র‍্যালি, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও