X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাষণগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা উচিত: জবি উপাচার্য

জবি প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ১৯:৪০আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৯:৪২

বঙ্গবন্ধুর ভাষণগুলো পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা উচিত: জবি উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, পাঠ্যপুস্তকে জাতির জনকের ভাষণগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে অন্তর্ভূক্ত করা উচিত। বঙ্গবন্ধুর প্রত্যেকটি ভাষণই কালজয়ী। তার ৭ মার্চের ভাষণ জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিল এবং এ ভাষণকে আমরা স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র হিসেবে ব্যবহার করেছিলাম। জাতির জনকের এ ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। বঙ্গবন্ধুর এমন অনেক ভাষণ আছে, যেখানে একটা জাতির এগিয়ে যাবার জন্য কি করতে হবে, প্রতিবন্ধকতায় কীভাবে উত্তরণ ঘটাতে হবে এমন সকল প্রকার দিক নির্দেশনা দেওয়া আছে। আমি মনে করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো বিভিন্ন পর্যায়ের পাঠ্যসুচিতে অন্তর্ভূক্ত করা উচিত।

রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি এবং স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে (ধানমন্ডির ৩২নং সড়কস্থ) বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের এ এলাকায় আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলতে যা বুঝায় তা কখনোই ছিল না। হাজার বছর ধরে বিভিন্ন রাজা, জমিদারি এসব ছিল। সেই আধুনিক রাষ্ট্রের চিন্তাটা বন্ধবন্ধুর। জাতির জনক বঙ্গবন্ধুই প্রথম বাঙ্গালির জন্য স্বপ্ন দেখেন একটি স্বাধীন, সার্বভৌম আধুনিক রাষ্ট্রের। বাংলাদেশ জন্মানোর পুরা কৃতিত্বই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে নির্যাতিত বাঙ্গালি জাতিকে উদ্বুদ্ধ করেন এবং মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ একটি স্বাধীন সার্বভৌম আধুনিক রাষ্ট্রে পরিনত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নুর মোহাম্মদ, জবি ছাত্রকল্যাণ পরিচালক ড. আব্দুল বাকী, রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, জবি প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম প্রমূখ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের শ্রদ্ধা নিবেদন শেষে  জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ অন্যান্য নেতৃবৃন্দের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়াও, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী