X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে কুবিতে স্বাধীনতা দিবস পালিত

কুবি প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৯:৫৮আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২০:০০

নানা আয়োজনে কুবিতে স্বাধীনতা দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার দিনটিকে স্মরণ করে।

দিনের শুরুতে সূর্যোদয়ের পরেই জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। এরপর সকাল ৯ টায় বর্ণাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে সকলেই শহীদ মিনারে সমবেত হন। সকাল সাড়ে ৯টায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, সকল বিভাগ ও হল, সাংবাদিক সংগঠন, শাখা ছাত্রলীগ, কর্মচারী পরিষদ, পরিবহন ইউনিয়ন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

শোভাযাত্রা ও শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ শেষে স্বাধীনতার ঘোষক ও স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর একক নেতৃত্বে অল্প সময়ে দেশ স্বাধীন হয়েছে। দুর্নীতি করে, মানুষ ঠকিয়ে, কাজ ফাঁকি দিয়ে, মিথ্যা বলে বঙ্গবন্ধুর স্বপ বাস্তবায়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু ভয় দেখিয়ে নয়, ভালবাসা দিয়ে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করছিলেন। আমাদর এই চেতনা বুকে ধারণ করেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।’

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল দুপুরে প্রীতি ভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্বাধীনতা দিবসের অন্যান্য আয়োজনে আরও ছিল প্রশাসনিক ভবন ও হলসমূহে আলোকসজ্জা, দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান প্রচার, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে নানাবিধ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানপর্ব।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!