X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চবিতে ছাত্রলীগের অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

চবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ১৯:৪৯আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৯:৫২
image

উপাচার্যের সঙ্গে বৈঠকের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনিদিষ্টকালের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আন্দলকারী ছাত্রলীগের একাংশ। সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে দায়েরকৃতদের অস্ত্র মামলা প্রত্যাহার করে নেবে। তিনি নিজেই মামলা প্রত্যাহারের দায়িত্ব নিয়েছেন।’

চবিতে ছাত্রলীগের অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার
এর আগে আজ বিকেল পৌনে চারটায় উপাচার্যের সাথে বৈঠকে বসে ছাত্রলীগ নেতা-কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘একটি ভুল বোঝাবুঝির কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। দায়ের করা মামলাটি আগ্নেয়াস্ত্রের মামলা নয়, দেশীয় অস্ত্রের মামলা যা সহজে জামিনযোগ্য। এ ব্যাপারে পুলিশও আমাদের সহযোগিতা আশ্বাস প্রদান করেছেন। আশা করছি বিষয়টি সুরাহা হবে। মঙ্গলবার (৯ এপ্রিল) যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে।’ 
প্রসঙ্গত, গত ৩১ মার্চ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঐদিন দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাঁচটি আবাসিক হলে তল্লাশি চালায় পুলিশ। এসময় দুটি আগ্নেয়াস্ত্র ও ১২৮ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। পরের দিন ফের উভয় গ্রুপ সংঘর্ষে জড়ালে ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে আটক করে পুলিশ। পরে ৩ এপ্রিল আটককৃতদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র মামলায় কোর্টে চালান দেয় হাটহাজারী থানা পুলিশ। এর প্রতিবাদে গত ররিবার থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় ছাত্রলীগ। অবরোধের বিভিন্ন পর্যায়ে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে ছাত্রলীগের কর্মীরা।  এতে আহত হয় পুলিশ সহ ১২ জন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক