X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২৩ এপ্রিল থেকে ৩য় সিলেট চলচ্চিত্র উৎসব

সিকৃবি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১৯:৪২আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:৫০

২৩ এপ্রিল থেকে ৩য় সিলেট চলচ্চিত্র উৎসব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী ২৩ এপ্রিল শুরু হতে যাচ্ছে সিলেট চলচ্চিত্র উৎসবের তৃতীয় আসর। গত ৩০ মার্চ উৎসব শুরু হওয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মোঃ ওয়াসিমের সড়কে মৃত্যুর ঘটনায় উৎসব পিছানোর সিদ্ধান্ত নেন আয়োজকরা।

এদিকে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজনকে স্বাগত জানাচ্ছেন দেশ বিদেশে চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, লেখক, অভিনেতা ও অভিনেত্রীরা। ইতিমধ্যে এই উৎসবের আয়োজনকে স্বাগত জানিয়ে ভিডিওবার্তা দিয়েছেন লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল, লেখক আনিসুল হক, মুনীর হাসান, কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস আচার্য, অর্ণব মিদ্য, বাংলাদেশের নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, আশরাফ শিশির, নির্মাতা ফাখরুল আরেফীন খান, নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, নির্মাতা শুভাশীষ রায়, শামীম আখতার, চলচ্চিত্র প্রযোজক আরিফুর রহমান, অভিনেতা মোশাররফ করিম, মনোজ কুমার, হুমায়ুন সাধু, অভিনেত্রী প্রিয়ম অর্চি, লেখক বিধান রিবেরু, কলকাতার চলচ্চিত্র সংগঠক অঙ্কিত বাগচী ও বাংলাদেশে রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্ডার ডেমিন সহ আরও অনেকে।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, চলচ্চিত্র সবগুলো শিল্পমাধ্যমের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র বানানো যেমন অনেক বড় ব্যাপার, চলচ্চিত্র উৎসব আয়োজনও বড় ব্যাপার। বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এই কাজটি করছে দেখে আমি আনন্দিত। আমাদের সবার উচিৎ তাদের উৎসাহ দেয়া।

নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় সিলেট চলচ্চিত্র উৎসবে এসে চলচ্চিত্র উপভোগ করার জন্য এবং দারুণ এই প্রয়াসকে সাফল্যমন্ডিত করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান।

অভিনেতা মোশাররফ করিম বলেন, সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজনটা আনন্দের। বিশেষ করে আমরা যারা সিনেমার সাথে যুক্ত আছি তাদের জন্য। এভাবেই আমাদের সংস্কৃতি আরও বেগবান হবে, আরও উৎকর্ষতায় পৌঁছাবে।

স্বাধীনধারার নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত দুবছর যাবৎ সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আগামী ২৩ এপ্রিল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসব শুরু হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন জানান, ‘এবারের আসরে ১১১টি দেশ থেকে ৩০৩৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হবে। এছাড়াও থাকবে বাংলাদেশ ও ভারতীয় নির্মাতাদের তৈরি আমন্ত্রিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ও চলচ্চিত্র বিষয়ক কর্মশালা। এবারের আসরে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, অভিনেতা মনোজ কুমার, নির্মাতা মুক্তাদির ইবনে সালাম ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি। গত দু আসরের মত এবারও উৎসবের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র উৎসব বিশেষজ্ঞ প্রেমেন্দ্র মজুমদার। এছাড়াও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন কলকাতার চলচ্চিত্রকর্মী অঙ্কিত বাগচি। সিলেট চলচ্চিত্র উৎসবে প্রথম আসর থেকেই মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা ট্রিবিউন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে