X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বলিউড তারকা ইয়াশ পাল স্বাগত জানালেন সিলেট চলচ্চিত্র উৎসবকে

সিকৃবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৬:১২আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৬:৫৮
image

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামী ২৩ এপ্রিল শুরু হতে যাচ্ছে সিলেট চলচ্চিত্র উৎসবের তৃতীয় আসর। এদিকে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজনকে স্বাগত জানাচ্ছেন দেশ বিদেশে চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, লেখক, অভিনেতা ও অভিনেত্রীরা। এবার বলিউড তারকা ইয়াশপাল শর্মা স্বাগত জানিয়েছেন তৃতীয় সিলেট চলচ্চিত্র উৎসবকে।

ইয়াশপাল শর্মা
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেজে চলচ্চিত্র উৎসব নিয়ে অনুভূতি জানিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইয়াশপাল শর্মা। তিনি বলেন, ‘বাংলাদেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার নির্মাতাদের উৎসাহ দিতে চলচ্চিত্র উৎসব আয়োজন করছে। আগামী ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব নতুন নির্মাতাদের জন্য এক নতুন দুয়ার খুলে দেবে। আমি এর আয়োজকদের শুভকামনা জানাই। সবাই উৎসবে যেয়ে চলচ্চিত্র উপভোগ করবেন।’
বাংলাদেশে সম্প্রতি তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়ায় চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ২০০১ সালে অস্কারে ভারতের চলচ্চিত্র হিসেবে আলোচিত আমির খানের বিখ্যাত সিনেমা ‘লগন’ এর বিশ্বাসঘাতক ব্যাটসম্যান লক্ষ্যা, অর্থাৎ ইয়াশপাল শর্মা। তার অভিনয় ঝুলিতে বলিউডের নানামাত্রিক চলচ্চিত্রের সাফল্যের পালক রয়েছে। ‌‘লগন’ চলচ্চিত্র থেকে শুরু করে‌ ‌‘গঙ্গাজল’, ‘গ্যাংস অব ওয়সিপুর’ হয়ে ‘রাউডি রাঠোর’ ,‘পুকার', 'সিং ইজ কিং’ সব রকম চলচ্চিত্রে সমান স্বাচ্ছন্দ্য তার।
উল্লেখ্য, স্বাধীনধারার নির্মাতাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গত দুবছর যাবৎ সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আগামী ২৩ এপ্রিল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসব শুরু হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাওন জানান, ‘এবারের আসরে ১১১টি দেশ থেকে ৩ হাজার ৩৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে প্রদর্শিত হবে। এছাড়াও থাকবে বাংলাদেশ ও ভারতীয় নির্মাতাদের তৈরি আমন্ত্রিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ও চলচ্চিত্র বিষয়ক কর্মশালা। এবারের আসরে জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, অভিনেতা মনোজ কুমার, নির্মাতা মুক্তাদির ইবনে সালাম ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি। গত দু আসরের মত এবারও উৎসবের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র উৎসব বিশেষজ্ঞ প্রেমেন্দ্র মজুমদার। এছাড়াও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন কলকাতার চলচ্চিত্রকর্মী অঙ্কিত বাগচি। গত ৩০ মার্চ উৎসব শুরু হওয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মোহাম্মদ ওয়াসিমের সড়কে মৃত্যুর ঘটনায় উৎসব পিছানোর সিদ্ধান্ত নেন আয়োজকরা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!