X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ২২:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২৩:২৭

কুবিতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০১৯। এতে ‘অন্য রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ তুলে ধরেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রবীন্দ্র গবেষক প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ধর্মের নামে হানাহানি চাননি। ফ্যাসিবাদের বিরুদ্ধে মানবতাবাদী ছিলেন তিনি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ব্রিটিশ কর্তৃক দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যানই তার প্রমাণ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের প্রভাষক সাদিয়া আফরোজ সিফাতের সঞ্চালনায় এবং সম্মেলনের আহ্বায়ক এবং কলা মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শফি আহমেদ। এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, বাংলা বিভাগের সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান মিলকী, ইংরেজি বিভাগের সভাপতি মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সম্মেলনে।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের উদ্যোগ এবং বাংলা ও ইংরেজি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় অনুষদের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক সম্মেলন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ মাওলা।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, সাহিত্য মননের বিষয়। আমাদের বস্তুগত চাহিদার চেয়ে মননের খোরাক দেওয়া বেশি জরুরি। সাহিত্য সম্মেলনের এই আয়োজন আমাদের সেদিক থেকে ঋদ্ধ করবে।

সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয়, পুষ্পার্ঘ্য ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!