X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চার দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি জবির ছাত্রী হলের কাজ

জবি প্রতিনিধি
২৭ মে ২০১৯, ১৭:৪০আপডেট : ২৭ মে ২০১৯, ১৮:১২
image

আসছে জুনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন ছাত্রী হলের কাজের মেয়াদ শেষ হলেও হলে ওঠা হচ্ছে না জবি ছাত্রীদের। ২০১১ সালে শুরু হওয়া জবির একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’ এর কাজের মেয়াদ ৪ দফায় বাড়ানো হলেও কাজ শেষ করতে পারেনি কনস্ট্রাকশন কোম্পানি ওয়াহিদ কনস্ট্রাকশন।

চার দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি জবির ছাত্রী হলের কাজ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বলছে, হল নির্মাণে বিশ্ববিদ্যালয়ের কোনও এখতিয়ার নেই। কাজের ধীরগতির জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দায়ী করছেন তারা।
কনস্ট্রাকশন কোম্পানির দাবি, জুন মাসের মধ্যেই শেষ হবে ৯৮ শতাংশ কাজ। তবে বুধবার সরজমিনে দেখা যায়, কাজ চলছে ঢিলেঢালাভাবে। ১৬ তলা ভবনটির অভ্যন্তরীণ সিংহভাগ কাজ বাকি আছে। ৫ম ও ৬ষ্ঠ তলার কিছু কক্ষ ব্যতীত অন্যকক্ষ গুলোতে লাগানো হয়নি দরজা-জানালা। পানির লাইন ও স্যনিটশনের ব্যবস্থাও হয়নি। বাকি রয়েছে অধিকাংশ ঝুলবারান্দার  কাজ। রাজমিস্ত্রির কাজ করছে মাত্র ১৫-২০ জন শ্রমিক । চলছে টাইলস ও রঙের কাজ। তবে ব্যস্ততার ছাপ নেই টাইলস ও রঙ মিস্ত্রিদের মধ্যেও।
কার্যরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, পুরো ভবনে টাইলস ও রঙের কাজ শেষ হতে সময় লাগবে সেপ্টেম্বর অবধি। এরমধ্যে দুই ঈদে কাজ বন্ধ থাকবে, সেক্ষেত্রে আরও সময় লাগবে। দ্রুত কাজ শেষ করা নিয়ে কন্সট্রাকশন কোম্পানি থেকেও তাগাদা নেই।
রঙমিস্ত্রি চুন্নু বলেন, ‘মাঝে বলা হয়েছিল ঈদের আগে কাজ শেষ করতে হবে। তখন ১৫ জন কাজ করছিলাম। এখন চাপ নেই, বর্তমানে আমরা ১০ জন কাজ করছি। আমাদের যে সময়ের মধ্যেই কাজ শেষ করতে বলা হবে, আমরা বেশি লোক লাগিয়ে সে সময়ের মধ্যে রঙের কাজ শেষ করতে পারবো।’
কনস্ট্রাকশন কোম্পানি সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত লিফট, সাবস্টেশন, জেনারেটর ও ফাইয়ার হাইড্রেন্টের কোনও টেন্ডার আহ্বান করেনি শিক্ষা প্রকৌশল দফতর । টেন্ডার আহ্বানের পর উক্ত কাজগুলো শেষ হতেও সময় লাগবে ৩-৪ মাস।
২০ তলা ভিত্তির ওপর ১৬ তলা ভবনের হলটির নির্মাণ ব্যয় ধরা হয় ৩৩ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ছিল ৩৬ মাস। প্রকল্প বাস্তবায়নের ভার দেওয়া হয় শিক্ষা প্রকৌশল দফতরের ওপর। ১১১টি কক্ষবিশিষ্ট হলটিতে একটি লাইব্রেরি, একটি ক্যান্টিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে টয়লেট, আটটি গোসলখানা, ছাত্রীদের ওঠা নামার জন্য চারটি লিফট স্থাপন করা হবে।
এ প্রকল্পের প্রথম দফায় মেয়াদ ছিল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। দ্বিতীয় মেয়াদ ২০১৩ সালের জুন থেকে ২০১৬ সালের জুন। তৃতীয় দফায় ২০১৬ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয় মেয়াদ। সর্বশেষ ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল।
দীর্ঘ সময়েও কাজ শেষ না হওয়ার বিষয়ে প্রজেক্ট ম্যানেজার হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘কনস্ট্রাকশনের জন্য যে জায়গার প্রয়োজন হয়, সে পরিমাণ জায়গা এখানে নেই। এছাড়াও টেন্ডার পরবর্তী সময়ে ডিজাইন পরিবর্তন করতে সময় লেগেছে। টেন্ডার মূল্য থেকে কনস্ট্রাকশন মূল্য বেশি হওয়ায় মন্ত্রানালয় থেকে নতুন অনুমোদন আনতেও সময় লেগেছে। তাহলে ৫ম দফায় মেয়াদ বাড়ানো হচ্ছে কি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে এবছর ডিসেম্বর সব কাজ শেষ হবে বলে তিনি নিশ্চয়তা প্রদান করেন।







গত ডিসেম্বরে ছাত্রী হলের প্রোভস্ট হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগমকে নিয়োগ দেওয়ার পর চলতি বছর জুনে ছাত্রীরা হলে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেছিলেন জবি উপাচার্য ড. মীজানুর রহমান। তবে হল কবে নাগাদ হস্তান্তর হচ্ছে এ বিষয়ে কথা বলতে রাজি হননি প্রোভস্ট ড. আনোয়ারা বেগম। তিনি বলেন, ‘প্রোভস্ট হিসেবে আমার কাজ হস্তান্তরের পর, মেয়েরা হলে ওঠার পর।’
জবি রেজিস্টার ওহিদুজ্জামান এ বিষয়ে বলেন, ‘হল নির্মাণের বিষয়টি সম্পূর্ণ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। উনারা এখনও কাজ শেষ করে আমাদের বুঝিয়ে দিচ্ছে না। বিভিন্ন সময় আমরা তাদের চাপ প্রয়োগ করেছি কাজ দ্রুত শেষ করার জন্য। কেন হলটি এখনও আমাদের বুঝিয়ে দিচ্ছে না শিক্ষা প্রকৌশল অধিদপ্তরই ভালো বলতে পারবে।’
এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালার মুঠোফোনে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ