X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইবিতে ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৯:২৯আপডেট : ১৭ জুন ২০১৯, ১৯:৩১

ইবিতে ফাজিল পরীক্ষার ফল প্রকাশ ইসলামী বিশ্ববিদ্যায়ের অধীনে ফাজিল স্নাতক ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ ও ফাজিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এবং কামিল স্নাতকোত্তর ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এর ফল প্রকাশিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে বারোটায় উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর নিকট হস্তান্তর করে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ. কে আজাদ লাভলু। এতে ফাজিল ২য় বর্ষে (অনিয়মিত) ৮৪.১৯ শতাংশ এবং ফাজিল ৩য় বর্ষে ৯৮.১০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া কামিল (অনিয়মিত) পরীক্ষায় পাশ করেছে ৮৯.২০ শতাংশ শিক্ষার্থী।

 পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে, ফাজিল স্নাতক ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এ মোট ৪ হাজার ৬৫৬ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩ হাজার ৭২২ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়াও ফাজিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এ মোট ৪৫ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ৪৪ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী।

এদিকে কামিল স্নাতকোত্তর (অনিয়মিত) ২য় পর্ব পরীক্ষায় মোট ৯৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫৪ জন শিক্ষার্থী। পাশ করেছে ৮৫১ জন। ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মেহের আলী, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আলী হাসানসহ পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, প্রকাশিত ফল পরিবর্ধন, সংশোধন এবং বাতিলের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সংরক্ষিত। সুতরাং কেউ যদি ফল পুনর্বিবেচনা করতে চায় অগামী ৩০ দিনের মধ্যে আগ্রহীদের নিয়মমাফিক আবেদন করতে হবে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়