X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইবি পরিবহনে নতুন ৪ গাড়ি

ইবি প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ২২:১৯আপডেট : ২৫ জুন ২০১৯, ২২:২২

ইবি পরিবহনে নতুন ৪ গাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে আরও চারটি গাড়ি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে গাড়ি চারটির উদ্বোধন করেন।

পরিবহন পুলে নিজেদের সক্ষমতা বাড়ানের লক্ষ্যে ২টি এসি কোস্টার, ১টি অ্যাম্বুলেন্স, ১টি মাইক্রোবাস ক্রয় করে প্রশাসন। ক্রয়কৃত গাড়ি চারটির মধ্যে এসি কোস্টার দুইটি শিক্ষক এবং কর্মর্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে ১০ মাসের ব্যবধানে আবারও চারটি গাড়ি ক্রয় করা হলেও শিক্ষার্থীদের জন্য কেনা হয়নি কোনও গাড়ি। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিযোগ নতুন বিভাগ খুলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হলেও শিক্ষার্থীদের জন্য বাড়ানো হয়নি গাড়ি। কিছুদিন আগে পাবনা ডিপো থেকে দুইটি দ্বিতল বাস ভাড়া করা হলেও বাস দুটি অধিকাংশ সময় রাস্তায় বন্ধ হয়ে পরে। পথিমধ্যে শিক্ষার্থীদের বাস ঠেলে চালু করতে হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর জানায়, সর্বশেষ ২০১৩ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের জন্য একটি দ্বিতল গাড়ি উপহার দেন। বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস থেকে গাড়িটি শিক্ষার্থীদের যাতায়তের জন্য বরাদ্দ দেয়। এর পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে কোনও গাড়ি ক্রয় করা হয়নি।

এরপর ২০১৭ সালে দুইটি এসি কোস্টার, একটি মাইক্রোবাস, একটি পাজেরো গাড়ি এবং ২০১৮ সালে দুটি এসি কোস্টার, দুটি পাজারো গাড়ি ক্রয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে তিন ধাপে ৬টি এসি কোস্টার, ৩টি পাজেরো, দুটি মাইক্রোবাস এবং একটি অ্যাম্বুলেন্স ক্রয় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এর মধ্যে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এ পর্যন্ত মোট ১১ বিভাগে ৭ শত ৭০টি আসন বাড়ানো হয়েছে। আসন বৃদ্ধি করা হলেও নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদেও জন্য কোনও গাড়ি কেনেনি পরিবহন।  

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘ইউজিসির দেওয়া টাকা এবং বিশ্ববিদ্যালয় ফান্ড থেকেই গাড়ি ৪টি ক্রয় করা হয়েছে। আগামী ঈদেও আগেই শিক্ষার্থীদের জন্য ৫২ সিটের ২টি বাস আনা হবে। আশা করা হচ্ছে এতে শিক্ষার্থীদের সমস্যা নিরসন হবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট