X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কুবি ক্যাম্পাস অখণ্ড রাখতে আইনি নোটিশ

কুবি প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৯:১২আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:১৪

কুবি ক্যাম্পাস অখণ্ড রাখতে আইনি নোটিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে দূরে ভূমি না নিয়ে,  ক্যাম্পাস সংলগ্ন ভূমি অধিগ্রহণ করে ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি পাস হওয়া মেগা প্রকল্পের আওতায় বর্তমান ক্যাম্পাস থেকে দূরে জমি অধিগ্রহণ করে ক্যাম্পাসকে দ্বিখণ্ডিত করার প্রতিবাদে এলাকাবাসীর আন্দোলনের পর তাদের পক্ষে এবার এই আইনি নোটিশ পাঠানো হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১৩ জন বাদীর পক্ষে গত ৩০ মে এ আইনি নোটিশ প্রেরণ করেন বলে জানা যায়। তবে ক্যাম্পাস বন্ধ থাকায় সম্প্রতি এটি আলোচনায় আসে।

আইনি নোটিশ প্রেরণের ব্যাপারটি নিশ্চিত করে নোটিশদাতা আইনজীবী কামাল হোসেন বলেন, গত ৩০ মে সংশ্লিষ্টদের বরাবর এলাকাবাসী কয়েকজনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত আইনি নোটিশটি প্রেরণ করেছি। যেহেতু এখনও তারা নোটিশের ব্যাপারে কোন জবাব দেননি তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করতে পারছিনা।'

নোটিশটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়ের সেক্রেটারি, ভূমি মন্ত্রণালয়ের সেক্রেটারি, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, কুমিল্লার জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপার, কোটবাড়ী পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়কে দ্বিখণ্ডিত করার প্রতিবাদে এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমান ক্যাম্পাসের সাথে নতুন ক্যম্পাসের একটি সুপ্রশস্ত নিজস্ব সংযোগ রাস্তা করে দেবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে ফিরে আসে।

তবে আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ২৩ অক্টোবর ২০১৮ একনেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লক্ষ টাকার মেগা প্রকল্পের অনুমোদনের বিষয়টি জানার পর একটি প্রভাবশালী মহল সিন্ডিকেট করে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এলাকায় (ভূমি অধিগ্রহণের জন্য নির্ধারিত এলাকা) প্রায় ১ বছর আগে বিশাল সম্পত্তি কিনে নিয়েছে।

নোটিশটিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নামে ভূমি অধিগ্রহনে কুমিল্লা সদর উপজেলার লালমাই মৌজার অর্ন্তভূক্ত ৭, ৯, ১২ ও ১৩ নং সিটের জমি নির্ধারণ করা হয়েছে। উক্ত জমি বর্তমান ক্যাম্পাস থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। এতে বিশ্ববিদ্যালয়টি দ্বিখণ্ডিত করার মধ্য দিয়ে প্রভাবশালী এ মহলটি গভীরে চক্রান্ত করছে বলে উল্লেখ করা হয়।

বর্তমান ক্যাম্পাসটি যেখানে অবস্থিত সেখানকার স্থানীয় বাসিন্দরা ক্যাস্পাস সম্প্রসারণে ভূমি দিতে প্রস্তুত বলেও নোটিশে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও শালবিন বিহার প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তফা কামাল বলেন, ‘আমরা সরকারের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের এই উদ্যোগকে স্বাগতম জানাই। তবে আমাদের দাবি ক্যাম্পাসের পাশেই পর্যাপ্ত খালি জায়গা রয়েছে এবং যে দামে দূরে জায়গা নেয়া হচ্ছে সেই দামেই ক্যাম্পাস সংলগ্ন জায়গা বিশ্ববিদ্যালয়ের জন্য দিতে প্রস্তুত।

নোটিশ প্রেরণের তারিখ হতে ১৫ দিনের মধ্যে নোটিশ দাতাগণের প্রার্থীত দাবির প্রক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অন্যথায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?