X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

যবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

যবিপ্রবি প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ২০:৪১আপডেট : ১০ জুলাই ২০১৯, ২০:৪৪

যবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন কূটনৈতিক জ্ঞান,আন্তর্জাতিক ও রাজনৈতিক অঙ্গন, জাতিসংঘসহ সমকালীন নানা বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থা চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথমবারের মতো আয়োজিত এই সম্মেলনটি শুরু হবে আগামী ১৭ জুলাই এবং শেষ হবে ২০ জুলাই।

আজ  ১০ই জুলাই বুধবার দুপুরে যবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার (জাস্টমুনা) প্রধান পৃষ্ঠপোষক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহাকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের আদলে ছায়াসম্মেলনে বৈশ্বিক সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণের বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা এর মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি, রাজনৈতিক অঙ্গন, জাতিসংঘ প্রভৃতি বিষয়ে বিস্তারিত ধারণা লাভ  করে থাকে। তাছাড়া এর মাধ্যমে আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন গুণাবলি যেমন, গঠনমূলক সমালোচনা ও চিন্তাধারা, সৃজনশীলতা, নেতৃত্ব, সংকটপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ, পেশাদারিত্ব, দলগতভাবে কাজ করা, সুস্থ বিতর্ক চর্চা ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করে থাকে।

ছায়া জাতিসংঘ একটি সহশিক্ষা কার্যক্রম যাতে শিক্ষার্থীরা জাতিসংঘ এবং জাতিসংঘের আদলে সাজানো কমিটিগুলোতে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে থাকে। ছায়া জাতিসংঘ ২০১৯-এর সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক প্রেস, বাংলাদেশ বিষয়ক বিশেষ কমিটি, আরব লীগ, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্তর্ভুক্ত থাকবে। 

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নানা বয়সী প্রতিনিধি এবং নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে কূটনৈতিক আলোচনা ও বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন। যে সকল উদীয়মান শিক্ষার্থী ভবিষ্যতে এই পৃথিবীর নেতৃত্ব প্রদান করতে চায়, তারা এই সম্মেলনে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতাকে আরও শান দেওয়ার সুযোগ পাবে।এই সম্মেলনে অংশগ্রহণের জন্য http://tiny.cc/ifn96y লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

 

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়