X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জাবির উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১৩:৩৮আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৭:১৭
image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত এবং টেন্ডার ছিনতাইয়ে জড়িতদের বিচার দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের পাশে নির্মিতব্য তিনটি হলের স্থান পুনঃনির্ধারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অংশীদারদের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

জাবির উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

দাবি আদায়ে রবিবার (২৫ আগস্ট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিলটি দুপুর দুইটায় সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরতান প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে মিলিত হন শিক্ষক-শিক্ষার্থীরা।
সমাবেশে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন একদিকে মহাপরিকল্পনা নিয়ে আলোচনা চালাচ্ছে অন্যদিকে গাছও কাটছে। তাদের একগুঁয়েমি ও ক্ষমতার স্বৈরাচারি প্রকাশ আমাদের সামনে স্পষ্ট হয়েছে। প্রশাসন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকে বানিজ্যে রূপান্তর করেছে। আমাদেরকে লুটপাটের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং দ‚র্বার আন্দোলন গড়ে তুলতে হবে।’

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে পায়ে দলিয়ে অস্বচ্ছতা উপায়ে বিপুল অঙ্কের টাকা খরচ করার পায়তারা করছে। গুটিকয়েক স্বার্থান্বেষি, মাস্তান এবং লুটেরা মানুষের হাতে বিশ্ববিদ্যালয়কে জিম্মি করে আমরা নিশ্চিন্তে থাকতে পারি না।’

বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, ‘আমরা উন্নয়নের বিরুদ্ধে নই। আমরা উন্নয়ন চাই। তবে সেটা হোক পরিকল্পিত উন্নয়ন। কিন্তু আমরা দেখছি তড়িঘড়ি করে উন্নয়ন বাস্তবায়ন করতে লুটপাট শুরু হয়েছে।’

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘সংবাদমাধ্যমে উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ এসেছে তার অভিযোগের বিচার-বিভাগীয় তদন্ত এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।’

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মাদ দিদার বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বারবার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবার উপাচার্য ও তার পরিবার যে জনসাধারণের টাকা লুটপাট করতে নেমেছেন তা বন্ধ করতে আমরাও রুখে দাঁড়াবো।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সদস্য রাকিবুল রনি, বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার সমন্বয়ক আবু সাইদসহ আরও অনেকে।যাবি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী