X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সিআইইউতে ভিডিও নির্মাণ বিষয়ক সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০

সিআইইউতে ভিডিও নির্মাণ বিষয়ক সেমিনার গুজব নিয়ে চারপাশে নানা কাণ্ড, ফেক ভিডিওতে ছেয়ে যাচ্ছে অনলাইন যোগাযোগ মাধ্যম। ভুয়া ভিডিও বিশৃঙ্খলা ছড়াচ্ছে দেশের নানা ক্ষেত্রে। তাই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) কৃত্রিম ভিডিও তৈরির নানা দিক নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সেমিনার।

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) ‘ডিপফেক: টেকনোলজি অ্যান্ড কনসিকোয়েন্সেস’ শীর্ষক শিরোনামে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। এতে ভুয়া ভিডিও তৈরি, সামাজিক প্রভাব, প্রতিরোধ ও প্রতিকার, সতর্কতা ও সচেতনতা, কৃত্রিম ভিডিওর সুফল, ইতিবাচক মনোভাব ইত্যাদি বিষয়গুলো উপস্থাপন করা হয়।

সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক ইরতিজা চৌধুরী বলেন, ডিপফেক টেকনোলজি নিয়ে আমাদের সচেতন হওয়ার এখন-ই সময়। মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরাপের অনেক দেশেই এখন গুজব ছড়ানো ভিডিওগুলো প্রতিরোধে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ডিপ মানে গভীর, আর ফেক মানে নকল। অর্থাৎ নামটির মধ্যেই বোঝা যাচ্ছে কিভাবে ছবি, কণ্ঠ, স্থির চিত্র, অডিও, ভিডিওসহ সবকিছু বদলে ফেলা হয়। ইরতিজা চৌধুরী ফেকভিডিও শনাক্তকরণে যুগোপযুগী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান বলেন, ভিডিও বানানোর বিষয়টি চমৎকার। অন্যদিকে ফেক ভিডিও বানানোর বিষয়টি বিপদ ডেকে এনে সবাইকে ধ্বংস করে দিতে পারে। এই ধরণের সেমিনার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কিছুটা হলেও সচেতন করবে বলে আমার বিশ্বাস।

সেমিনারে অন্যান্যের মধ্যে সিনিয়র শিক্ষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিআইইউর ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান ড. আসিফ ইকবাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়