X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আবরার হত্যার প্রতিবাদে ইবিতে মোমবাতি প্রজ্বালন

ইবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ২২:২৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২২:৩০

আবরার হত্যার প্রতিবাদে ইবিতে মোমবাতি প্রজ্বালন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে, সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মোমবাতি প্রজ্বালন করে প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসমাজ। বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনরত শিক্ষার্থী সূত্রে, সারাদেশে  ছাত্রসমাজের আন্দোলনের অংশ হিসেবে ফাহাদ হত্যায় অভিযুক্ত সব আসামীকে বিচারের কাঠগড়ায় আনা, সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস, টর্চার সেলমুক্ত হলের দাবিতে ইবিতে আন্দোলনে নামে প্রগতিশীল ছাত্র সমাজ। সন্ধ্যায় ক্যাম্পাসের জিয়া হল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে সমবেত হয় তারা। 

এসময় মোমবাতি প্রজ্বালন করে প্রতিবাদ জানানো হয়। আবরারের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনও করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. নাসির উদ্দীন আজহারী এসময়  উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আজ কুষ্টিয়ায় আবরারের ছোট ভাইকে পুলিশ লাঠিচার্জ করেছে, সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হুমকি-ধামকি দিচ্ছে। তারা হলগুলোতে টর্চার সেল বানিয়ে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করে। অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। হলগুলোতে রাজনৈতিক সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে।

এছাড়া বক্তারা বলেন, ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিফ শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ এবং হুমকির স্বরে কথা বলায় তাকে দুঃখ প্রকাশের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এরপরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। ক্যাম্পাস খুললে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন করার ঘোষণাও দেন ছাত্ররা।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়