X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শাবিতে তৃতীয় স্পিকার্স হান্ট অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৯:৩৩আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:৩৭

শাবিতে তৃতীয় স্পিকার্স হান্ট অনুষ্ঠিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইংরেজি ভাষা চর্চা বিষয়ক সংগঠন 'শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব' কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘স্পিকার্স হান্ট ৩.০’ সম্পন্ন হয়েছে।

এবারের প্রতিযোগিতায় সেরা স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন শাবিপ্রবির রাজর্ষি ভট্টাচার্য। এছাড়া ১ম রানার্সআপ হিসেবে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী আফনান সেলিম ও ২য় রানার্সআপ হিসেবে শাবিপ্রবি শিক্ষার্থী আব্দুল্লাহ হকের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও বিচারকমণ্ডলি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জন পল সার্জেন্ট, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মোহাম্মদ শামসুল ইসলাম ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নুজহাত রিকজা, সংগঠনটির সাবেক সভাপতি মহিউদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, সাবেক সহ-সভাপতি আবু নাসের খান, বর্তমান সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক মো.কামরান হোসেনসহ সাবেক ও বর্তমান সদস্যরা।  

জানা যায়, চ্যাম্পিয়নকে ১০ হাজার, ১ম রানার্স আপকে  ৫হাজার ও ২য় রানার্স আপকে ৩ হাজার টাকা পুরষ্কার, ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতার সেরা ১০ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এর আগে বিকালে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে গ্যালারী-১ এর কক্ষে গতকাল (১৮ অক্টোবর) শতাধিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বাছাই পর্ব থেকে সেরা ২০ জনকে নিয়ে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি  বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

আয়োজনের সার্বিক বিষয়ে সংগঠনটির সভাপতি তানভীর আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ একযুগ ধরে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব ইংরেজি ভাষা চর্চা নিয়ে কাজ করে যাচ্ছে। সিলেট বিভাগীয় পর্যায়ে ৩য় বারের মতো এ আয়োজন করা হয়। আগামীতে এ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।’  

উল্লেখ্য, ‘কাম হেয়ার স্পিক বেটার’ এ স্লোগানকে সামনে রেখে ২০০৫ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা চর্চা ও দক্ষতাকে আরও সুন্দর ও সাবলীল করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!