X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিআইইউতে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ অক্টোবর ২০১৯, ১৬:৪২আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৬:৪৭

সিআইইউতে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ বা রক্তের গ্রুপ পরীক্ষা বিষয়ক দিনব্যাপি কর্মসূচি।

নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে সম্প্রতি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (এসডব্লিউএস) এই কর্মসূচির আয়োজন করে। এতে রক্তের গ্রুপ পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও ছিলো চলচ্চিত্র প্রদর্শনী। যেখান থেকে অর্জিত অর্থ মেডিক্যাল ক্যাম্প কর্মসূচির জন্য ব্যয় করা হবে। 

সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট শিক্ষার্থী এসএম আলী রেজা বলেন, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভেতর জনসচেতনতামূলক মনোভাব তৈরির পাশাপাশি সমাজের সাধারণ ও দুস্থ মানুষের জন্যও আমরা কাজ করে যাচ্ছি।

ক্লাবের সদস্যরা জানান, রক্তদান নিয়ে অনেক শিক্ষার্থীর মনে এখনও সংশয় রয়েছে। তাই অনেকে রক্তের গ্রুপ পরীক্ষা করতে আগ্রহী ছিলো না। কেউবা মনে করেন রক্ত দিলে রক্তশূণ্যতায় ভুগবেন। অনেকের রয়েছে পারিবারিক বিধি-নিষেধ।

কিন্তু একজন সহপাঠী যখন আরেকজন সহপাঠীকে রক্তের গ্রুপ পরীক্ষার জন্য আহ্বান জানিয়েছেন, তাতে প্রচুর শিক্ষার্থীর সাড়া মেলে কর্মসূচিতে। মোট ১৫০ জন ছাত্র-ছাত্রী তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন। ছাত্র-ছাত্রীদের বাইরে ছিলেন তাদের শিক্ষকরাও। 

সিআইইউ বিজনেস স্কুলের প্রভাষক ও সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ফ্যাকাল্টি ইনচার্জ ইফফাত ইশরাত খান বলেন, মহামূল্যবান জীবন রক্ষায় রক্ত দেওয়া কর্তব্য বলে আমি মনে করি। তাই রক্তের গ্রুপ ঠিক আছে কি না তা আবারও পরীক্ষা করে নিলাম।

সিআইইউ বিজনেস স্কুলের ডিন ও সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ বলেন, এই ধরণের কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভেতর ইতিবাচক গুণাবলি তৈরি হয়। সিআইইউতে পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রম একে অপরের পরিপূরক বলে উল্লেখ করেন তিনি।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা