X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সময় বাড়ানো হয়েছে শাবি সমাবর্তন রেজিস্ট্রেশনের

শাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১৬:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২০:০০
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ৩য় সমাবর্তন আগামী বছরের ৮ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশনের মেয়াদ আজ (বুধবার) রাত ১২টায় শেষ হলেও আরও ৫দিন বাড়িয়ে আগামী ৫ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 
এসময় উপাচার্য বলেন, ‘আজ (বুধবার) রাতে শেষ হওয়ার কথা ছিল ৩য় সমাবর্তনের রেজিস্ট্রেশন। ইতোমধ্যে ৫ হাজারের মতো সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থী আবেদন করেছে। আমরা শিক্ষার্থীদের কথা ভেবে তাদের সুবিধার্থে আরো ৫দিন বৃদ্ধি করা হচ্ছে।’ তবে পরবর্তীতে আর সময় বাড়ানো হবে না বলে জানান উপাচার্য।
উপাচার্য আরও জানান, আগামী ৮ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তনে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, গত ১ অক্টোবর থেকে সমাবর্তনের অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়। এদিকে ২০০১-০২ সেশন থেকে ২০১০-১১ সেশন পর্যন্ত পাশকৃত স্নাতক (অনার্স) ও সমমানের যেসব শিক্ষার্থীরা ২০০৫-২০১৪ সালে উত্তীর্ণ হয়েছেন, তারাই শুধু আবেদন করতে পারবেন। তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০০২-০৩ থেকে ২০১০-১১ পর্যন্ত স্নাতকোত্তর (মাস্টার্স) পাশকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি হিসেবে সাড়ে ৫ হাজার টাকা, ২০০২-০৩ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষ পর্যন্ত এমবিবিএস/বিডিএস/এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী, যারা ২০০৭-২০১৫ সালের মধ্য এ ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য ফি ধরা হয়েছে ৬ হাজার টাকা।
উল্লেখ্য, ১৯৯১ সালে ১৩ ফেব্রুয়ারি ৩২০ একরের উপর দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হিসেবে যাত্রা শুরু করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন ১৯৯৮ সালের ২৯ এপ্রিল ও ২য় সমাবর্তন দীর্ঘ ৯ বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ১২ বছরে আর কোনও সমাবর্তন পায়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

/এনএ/
সম্পর্কিত
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’
ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি