X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সীমিত আয়োজনে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ১৬:৪০আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৬:৪৪
image

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. শাহজাহান।

সীমিত আয়োজনে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের আয়োজন সীমিত করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি আব্দুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট ফায়েকুজ্জামান মিয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বি এম আশিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. শাহজাহান বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বাণী প্রদান করেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ৮ জুলাই জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। তবে ২০০১ সালের জোট সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে এবং ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে, রিজেন্ট বোর্ডের ৭ম সভায় প্রতি বছর ৮ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা