X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিভাগীয় তহবিল থেকে আর্থিক সহায়তা পাবে বন্যা কবলিত শাবি শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ১৬:০০আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৬:১০
image

দেশে বন্যার পানিতে হাওর অঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এর প্রেক্ষিতে এসব অঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৮ জুলাই অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৫৯ তম একাডমিক কাউন্সিলের সভায় প্রত্যেক বিভাগে আর্থিক সহায়তা তহবিলে বিভাগের শিক্ষার্থী সংখ্যার আলোকে অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)

সোমবার (১৩ জুলাই) প্রত্যেক বিভাগে বরাদ্দকৃত অর্থ প্রেরণের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় উপাচার্য বলেন, ‘প্রত্যেক বিভাগে আর্থিক সহায়তা তহবিলে ইতোমধ্যে বিভাগগুলো বড়-ছোট অনুসারে বরাদ্দকৃত টাকা আমরা পৌঁছে দিয়েছি। বিভাগের প্রধানের কাছে আবেদনের প্রেক্ষিতে অসচ্ছল শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হবে। দুই-এক দিনের মধ্যে বিভাগের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করবে।’

‘অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য নাকি বর্তমান পরিস্থিতিতে সবাইকে এ আর্থিক সহায়তা দেওয়া হবে?’ এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘আর্থিক সমস্যা সমাধানে সবার জন্য এ তহবিল থেকে বরাদ্দ থাকছে না। বিশেষ করে যে সকল শিক্ষার্থী বন্যা কবলিত হাওর এলাকায় বসবাস করে তাদেরকে সাপোর্ট হিসেবে দেওয়া হবে। বিভাগের প্রধান বা অন্যান্য শিক্ষকের সাথে যোগাযোগ করলে তারা যাচাই-বাছাই করে এ সাপোর্ট দেবেন।’ এছাড়া অনলাইনে ক্লাস পরিচালনা করতে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ তহবিল থেকে প্রাধান্যের ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

এছাড়া ইটারনেট সেবা সাশ্রয়ী করতে গ্রামীনফান অপারেটর কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে উল্লেখ করে উপাচার্য আরও বলেন, ‘ইন্টারনেট খরচ যেন সাশ্রয়ী হয় সেজন্য আমরা গ্রামীনফান অপারেটর কর্তৃপক্ষের  সঙ্গে যোগাযোগ করেছি। একটি চুক্তিও হয়েছে। এ চুক্তি অনুযায়ী এক মাসের জন্য ২৫০ টাকায় ১৫ জিবি এবং ৪৫০ টাকায় ৩০ জিবি সাশ্রয়ী মূল্যে ইটারনেট সেবা তারা দেবে। তবে শিক্ষার্থীদর জন্য ১৫ জিবি প্যাকেজ দেওয়া হবে।’ 

‘অনলাইনে ক্লাস নেওয়া হলেও কোন সেমিস্টারের পরীক্ষা আগে নেওয়া হবে?’ এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘পরীক্ষার ব্যাপারে এককভাবে আমরা কোনও সিদ্ধান্ত নিতে চাইছি না। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সিদ্ধান্তের আলাকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। সেহেতু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই মিলে এমন সিদ্ধান্ত নেব যেন শিক্ষার্থীদের কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়।’ এছাড়া শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে পরীক্ষার পূর্বে রিভিউ ক্লাস নেওয়া হবে বলেও জানান উপাচার্য। 

বিভাগের তহবিলে টাকা পৌঁছানোর বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান বলেন, ‘বিভাগীয় তহবিল বলতে বিভাগের প্রধানের অ্যাকাউন্ট। আমি এখনও অ্যাকাউন্ট চেক করিনি টাকা এসেছে কিনা। আমি শীঘ্রই অ্যাকাউন্ট চেক করবো এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।’  

কাদেরকে এ আর্থিক সহায়তা প্রদান করা হবে? এমন প্রশ্নের জবাবে ড. মুহসিন আজিজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও বিভাগের নিজস্ব উদ্যোগে এর আগেও অনেক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সুতরাং আমাদের কাছে একটি তালিকা আগে থেকেই আছে।’ এসময় বন্যায় ক্ষতিগ্রস্তদর আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘একাডমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বন্যায় প্লাবিত হাওর অঞ্চলের শিক্ষার্থীদেরকে খুঁজে বের করে তাদেরকে সহায়তা প্রদানর জন্য বলা হয়েছে। বিভাগের ছাত্র উপদেষ্টা ও ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) এর মাধ্যম তাদের সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা  প্রদান করা হবে।’ 

উল্লেখ্য, ৮ জুলাই অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একই একডেমিক কাউন্সিলের সভায় উপরোক্ত বিষয়সমূহ ছাড়াও অনলাইনে ভাইভা ও প্রজেক্ট/থিসিস প্রেজেন্টেশন নেওয়া (প্রযোজ্য ক্ষেত্রে), মাস্টার্সের থিসিস শিক্ষার্থীদের থিসিস জমাদানের জন্য সাময়িক ভর্তির সুযোগ সৃষ্টি করা, অনলাইনে শিক্ষা কার্যক্রম ও পড়াশোনার সুযোগ তৈরিতে শিক্ষকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া, ক্লাসগুলো যেন একই সময় না হয়ে যায় তা লক্ষ রেখে ক্লাস রুটিন তৈরি করা, বিভিন্ন বিভাগের শিক্ষকদের শিক্ষাছুটি মঞ্জুর ও পূর্বে প্রাপ্তদের ছুটি বর্ধিতকরণসহ বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি