behind the news
Vision Led ad on bangla Tribune

শহীদ মিনারে এসইউবির শ্রদ্ধা নিবেদন

স্টেট ইউনিভার্সিটি প্রতিনিধি১৭:২৮, ফেব্রুয়ারি ২২, ২০১৬

nonameআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)। শনিবার রাত ৩টার সময় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন এডিশনাল রেজিস্ট্রার লে. ক. (অব.) জহুরুল আলম, এসিস্টেন্ট রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম, ফার্মাসি ডিপার্টমেন্টের হেড সাইফুল ইসলাম পাঠান, ড. মো. শফিকুর রহমান, এনভাইরনমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর মে. ফেরদৌসুর রহমান, সিএসসি ডিপার্টমেন্টের লেকচারার নাঈমুল হক, পিআরও সিনিয়র এক্সিকিউটিভ খুরশেদ আলম ও কো-কারিকুলাম এক্সিকিউটিভ আবদুল কাদের সোহান প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে ছিলেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের রাজীব বিশ্বাস, ফারুক আহমাদ আরিফ, খায়রুল ইসলাম বাশার, আরেফিন আকাশ, সাজিদ, অনির্বাণ, আইন বিভাগের সনি, নীলয়, রাজ, আশিক, ইংলিশ ডিপার্টমেন্টের হাসিব, আশিক প্রমুখ।
/এএইচ/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ