behind the news
Vision  ad on bangla Tribune

৯ম সাউথ এশিয়া ইউনিভার্সিটি ফেস্টিভ্যালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি১৮:৫৭, ফেব্রুয়ারি ২৯, ২০১৬

৯ম সাউথ এশিয়ান ইউনিভার্সিটি ফেস্টিভ্যাল-২০১৬ এ অংশগ্রহণ করছে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এরা হলেন- আইন ও বিচার বিভাগের মো. তানভির নিয়াজ সাকিল, ইংরেজি বিভাগের মারিয়া হোসাইন মুমু এবং ব্যবসায় শিক্ষা বিভাগের মো. নাভিদ আন্‌জুম ।
ভারতের বাবাসাহেব ভিম্রাও আম্বেদকার বিশ্ববিদ্যালয়ে ৫ দিনব্যাপী এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এটি শুরু হয় ২৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। দক্ষিণ এশিয়া দেশগুলোর সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটি ২০০৬ সাল থেকে এই ফেস্টিভ্যালটি নিয়মিত আয়োজন করে আসছে।
এসি-এমএস/ এএইচ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ