behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

গণবিতে ‘ফার্মেসি প্রিমিয়ার লীগ’ শুরু

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি১৮:২২, মার্চ ০৫, ২০১৬

গণবিশ্ববিদ্যালয়েফার্মেসি বিভাগ আয়োজিত ‘ফার্মেসিপ্রিমিয়ারলীগের (পিপিএল)চতুর্থআসর শুরু হয়েছে।
বৃহস্পতিবারসাভারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভাগের প্রভাষক সামিউল হক এ আসর উদ্বোধন করেন। এসময়ফার্মেসিবিভাগেরশিক্ষক-শিক্ষার্থীরাউপস্থিতছিলেন।
টুর্নামেন্টেরপ্রথমখেলায় ফার্মেসি বিভাগের ২৯তম ব্যাচ এবং ২৪তম ব্যাচ মুখোমুখি হয় এবং  ৪ ইউকেটে জয় লাভ করে ২৯ তম ব্যাচ। ম্যাচে সর্বোচ্চ ৬১ রান এবং ১ উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় ২৯ তম ব্যাচের শিক্ষার্থী তানভীর।
এবারের পিপিএল আসরে মোট ৮টি দল অংশগ্রণ করছে। প্রতিদিন বিশ্ববিদ্যালয়েরনিজস্ব মাঠে খেলা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়েরফার্মেসি বিভাগের প্রভাষক সামিউল হক শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধিতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চর্চা প্রয়োজন।
এসি-এমটি/এসএনএইচ

Ifad ad on bangla tribune

লাইভ

টপ