behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

‘মেকাট্রোনিক্স’ ম্যাগাজিন প্রকাশ করবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি

ওয়াল্ড ইউনিভার্সিটি প্রতিনিধি১৭:২১, মার্চ ০৯, ২০১৬

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভবনী পণ্যের খবর নিয়ে দেশে প্রথমবারের মতো প্রকাশিত হতে চলেছে ‘মেকাট্রোনিক্স’ ম্যাগাজিন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে আগামী ৩০ মার্চ ম্যাগাজিনটি উদ্বোধন করা হবে।
এই ম্যাগাজিনটি প্রকাশ করবে মেকাট্রোনিক্স ক্লাব। বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ এই প্রথম তাদের উদ্ভাবনী পণ্যের খবর নিয়ে ম্যাগাজিনটি প্রকাশ করতে যাচ্ছে।
বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে মেকাট্রোনিক্সয়ের গুরুত্ব পৌঁছে দিতেই তাদের এ উদ্যোগ।
প্রকৌশল শাখার মাতৃরূপ হিসেবে মেকাট্রোনিক্সয়ের বিপ্লব শুরু হয়েছে। যেখানে যন্ত্রপ্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল, নিয়ন্ত্রণ প্রকৌশল, সিস্টেম প্রকৌশলয়ের সমন্বয় ঘটানো হয়েছে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ২০০৬ সালে প্রথম বিভাগটি চালু করে। পরে ২০১২ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই বিভাগটি চালু করে।
এসি-জেএম (এসএনএইচ/এএইচ)

Ifad ad on bangla tribune

লাইভ

টপ