behind the news
Vision  ad on bangla Tribune

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘কর্পোরেট নেতৃত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি১৪:৩২, মার্চ ১০, ২০১৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কর্পোরেট জগতে নেতৃত্ব দেওয়ার গুণাবলী বিকাশে করণীয় বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর মহাখালীর ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ফোরাম এবং বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিল যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে কর্পোরেট দুনিয়ার নানানদিক নিয়ে আলোচনা করেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্টিফেন নরদে,ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এমডি শেহজাদ মুনীম,ক্যারিয়ারস ক্লাব অস্ট্রেলিয়ার ক্যাপাবিলিটি স্পেশালিস্ট এমা হার্ট,ক্যারিয়ারস ক্লাব অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হেমি হোসেইন এবং বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিলের প্রেসিডেন্ট নাইম হোসেন।


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সাফল্য পেতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার পরামর্শ দেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ব্র্যাক বিজনেস স্কুলের হেড অফ অপারেশন্স রেজাউর রাজ্জাক শিক্ষার্থীদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বৃদ্ধির উপর জোর দেন।


প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ সাদ আন্দালিব শিক্ষার্থীদের দক্ষতা যুগোপোযুগী করার পরামর্শ দেন।
/এসএনএইচ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ