Vision  ad on bangla Tribune

‘রফিক আজাদের মৃত্যু সাহিত্যজগতে অপূরণীয় ক্ষতি’

গণবি প্রতিনিধি১৮:০৯, মার্চ ১৪, ২০১৬

‘ভাত দে হারামজাদা’ কবিতার কবি রফিক আজাদের মৃত্যুতে সাহিত্যজগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে বলে মনে করছেন বক্তরা।
গত রবিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত এক শোকসভায় বক্তারা এ কথা বলেন।
গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মনসুর মুসা ওই শোকসভার আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তরা কবির বিভিন্ন কর্মের স্মৃতিচারণ করে বলেন, রফিক আজাদ শুধু একজন কবি নন, ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে তার অবদান চিরস্বরণীয়। তার মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণীয় নয়।
এ সময় করিব মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শোকসভার আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কলা ও  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মাহমুদ শাহ কোরেশী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, ড. আতোয়ার রহমান খান, ড. নজরুল ইসলাম, ড. আবেদা আফরোজা, কাজী মাহফুজা হক, ড. কৃষ্ণা ভদ্র, আয়েশা সিদ্দিকা ও মাহমুদুল হাসান প্রমুখ।
শোকসভায় কবির বিখ্যাত কবিতা ‘ভাত দে হারামজাদা’ কবিতাটি আবৃত্তি করেন পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু।
এছাড়া বাংলা বিভাগের প্রভাষক আয়েশা সিদ্দিকা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সহ-প্রভাষক মাহমুদুল হাসান আরও দুটি কবিতা আবৃত্তি করেন।
/এসি-এমটি/এসএনএইচ/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ