behind the news
Vision  ad on bangla Tribune

ইউআইটিএস’র সমাজকর্ম বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউআইটিএস প্রতিনিধি১৬:৩৬, মার্চ ১৫, ২০১৬

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সমাজকর্ম বিভাগের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দেয়ালিকা উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী, সমাজকর্ম বিভাগের প্রধান ড. আরিফাতুল কিবরিয়া, সহকারী অধ্যাপক মিসেস জাকিয়া সুলতানা প্রমুখ।
অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, নিয়মিত পাঠক্রমের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলা, বিতর্ক ও শিক্ষা সফরের মতো কর্মকান্ডে জড়িত থাকলে ছাত্র-ছাত্রীরা তাদের মেধা-মনন ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে।
অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া বলেন, যোগ্য নাগরিকরাই সংস্কৃতিবান। তাই এ অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের যোগ্যতায় এক ধাপ এগিয়ে দিবে। কারণ সংস্কৃতি মানুষকে ভাল-মন্দ, দোষ-গুণ বিচার করা শেখায়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন মাবেয়া রহমান অনন্তা, সাইদুর রহমান, মো. সিফাতুল্লাহ, মীর নাইম, টিশা বড়ুয়া, সারমিন আকতার শিলা, মরিয়ম সুলতানা, আলিয়া ফেরদৌসি স্বর্ণা, আলমগীর হোসেন, সানজিদা আক্তার, লিমা আক্তার ও সাদিয়া আফরিন।

/এসএনএইচ

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ