X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুকে বাদ দিলে বাংলাদেশের স্বাধীনতা থাকে না’

ঢাকা কলেজ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১৭:০৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:৩০

আনন্দর‌্যালী ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ কথাগুলো একই সূতায় গাঁথা। যার মধ্যে বঙ্গবন্ধুর কথা বাদ দিলে দেশের জনগণের স্বাধীনতা, অধিকার ও গণতন্ত্র থাকে না বলে জানিয়েছেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।
বৃহস্পতিবার ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সোহরাব হোসেন বলেন, জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করার পর স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে অভিযোগ খুঁজেছে। কিন্তু বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন যার মধ্যে কোনও লোভ ছিল না। তিনি যা করেছেন জনগণের স্বার্থেই করেছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আপোসহীন নেতা। এই মহান নেতা তার জীবনের একটা দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। জুলুম সহ্য করেছেন। কিন্তু কখনও অন্যায়ের সাথে আপোস করেননি। নেতা হতে হলে তার মতো হতে হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোয়াজ্জম হোসেন মোল্লা, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. শফিকুল ইসলাম তালুকদার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. লোকমান হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নেহাল হোসেন প্রমুখ।

বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন শিক্ষা সচিব দিবসটি উপলক্ষে সকালে কলেজের টিচার্স লাউঞ্চের সামনে শিশুদের  চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কণ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।
চিত্রাঙ্কণ প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একটি আনন্দর‌্যালি বের হয়। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে রচনা ও  চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।

এসি-আরজে/এসএনএইচ

সম্পর্কিত
ঢাকা কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
‘দোলযাত্রা’ উপলক্ষে বুধবার বাঙলা কলেজের ক্লাস স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের সনদ বিতরণ শুরু ২২ মার্চ
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা