behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

ইউল্যাবে ‘ওপেন স্ট্রিট ম্যাপিং’ কর্মশালা অনুষ্ঠিত

ইউল্যাব প্রতিনিধি১৫:২২, মার্চ ২১, ২০১৬

বেসরকরি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে ‘ওপেন স্ট্রিট ম্যাপিং’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউল্যাব সাসটেইনেবল ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ওপেন স্ট্রিট ম্যাপিং কমিউনিটি বাংলাদেশ।
কর্মশালা পরিচালনা করেন বিশ্ব ব্যাংকের জিএলএস ও ডাটা ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ আহসানুল হক। ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন।
ইউল্যাব সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি মীর সাদিয়া রশিদ বলেন, গুগল ম্যাপে বাংলাদেশের যেসব স্থান এখনও দেখা যায় না সেগুলো উন্নয়নের জন্যই এ কর্মশালার আয়োজন করা  হয়েছে।
কর্মশালায় ওপেন স্ট্রিট কিট, ওএসএম অনলাইন এবং ইন্সস্ট্যান্ট ম্যাপিং বাই ইউজিং স্মার্ট ফোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।  সবশেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
এসি-এমএমটি/এসএনএইচ

Ifad ad on bangla tribune

লাইভ

টপ