Vision  ad on bangla Tribune

বিশ্ব পানি দিবসবাংলাদেশ-ভারত পানি বণ্টন চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি

গণবি প্রতিনিধি১৮:১৮, মার্চ ২২, ২০১৬

বাংলাদেশ-ভারতের মধ্যে ১৯৯৬ সালে সই হওয়া পানি বণ্টন চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের এ-৪১৭ নম্বর কক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ দাবি জানান।
বিশ্ব পানি দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগ।
‘বেটার ওয়াটার, বেটার জব’ স্লোগানকে সামনে রেখে বিশ্বব্যাপী বাংলাদেশেও এ বছর বিশ্ব পানি দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে সেমিনার পরবর্তী একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি একাডেমিক ভবনের সামনে থেকে বের হয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেজবাহ্ উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ শাহ্ কোরেশী,পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী, রাজনীতি ও প্রশাসন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নজরুল ইসলাম, সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের ইনচার্জ মোসা. তাহমিনা সুলতানা এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা পানি দূষণ, দূষণ রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পানির গুরুত্ব তুলে ধরে দ্রুত বাংলাদেশ-ভারত পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের দাবি জানান।
১৯৯২ সালে ব্রাজিলে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে (ইউএনসিইডি) প্রথম বিশ্ব পানি দিবস পালনের প্রস্তাব করা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয় এবং তারপর থেকে নিয়মিত এ দিবস পালিত হচ্ছে। ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ২২ মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করা হয়।

/এসএনএইচ/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ