behind the news
Vision  ad on bangla Tribune

ড্যাফোডিল ইউনিভার্সিটির ‘জাতীয় পতাকা দিবস’ পালিত

ড্যাফোডিল প্রতিনিধি১৫:৩৯, মার্চ ২৩, ২০১৬

ড্যাফোডিল ইউনিভার্সিটির পতাকা র‌্যালিপ্রতি বছরের মতো এবারও ‘জাতীয় পতাকা দিবস-২০১৬’ পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
বুধবার দিবসটি উপলক্ষে ইউনিভার্সিটির সোবাহানবাগ ক্যাম্পাস থেকে র‌্যালি নিয়ে সোওয়ার্দীউদ্যানে এক উৎসবে যোগ দেন শিক্ষার্থীরা।
এ সময় তারা ৮০ ফিট বাই ৪৮ ফিট মাপের একটি বিশাল জাতীয় পতাকা বহন করেন।
ড্যাফোডিল ইউনিভার্সিটির পতাকা র‌্যালিশিক্ষার্থীদের অংশগ্রহণে এই পতাকা র‍্যালির সামনে অবস্থান করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্রিকেট দল এবং র‍্যালিটির ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে ড্যাফোডিল স্টুডেন্টস অ্যাফেয়ার্স (ডিএসএ)।
সোওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আমাদের পতাকা, আমাদের অর্জন’ শীর্ষক এক সিদ্ধান্তমূলক সভায় অংশ নেয়।
সোওয়ার্দীউদ্যানে এ জাতীয় পতাকা উৎসবের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
/এসএনএইচ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ