Vision  ad on bangla Tribune

গণবিতে চলছে বোষ্টমী সংঘের চিত্রকর্ম প্রদর্শনী

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি১৫:০৯, মার্চ ২৪, ২০১৬

‘বোষ্টমী সাংস্কৃতিক সংঘ’র চিত্রকর্ম প্রদর্শনী-০১সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে চলছে ‘বোষ্টমী সাংস্কৃতিক সংঘ’র চিত্রকর্ম প্রদর্শনী। এ অনুষ্ঠানে বৈষম্য, সহিংসতা, ধর্ষণ, শিশু হত্যা, ছিনতাই, ব্লগার হত্যা, ঘুষ, মৌলবাদ, সমঝোতা, অপসংস্কৃতি, দুর্ভোগ বিষয়ে মোট ১৮টি চিত্রকর্ম প্রদর্শন করা হচ্ছে।
বুধবার (২৩ মার্চ) অনুষ্ঠানের উদ্ভাধন করেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ্ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ শাহ্ কোরেশী,পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী, মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম প্রমুখ।
‘বোষ্টমী সাংস্কৃতিক সংঘ’র চিত্রকর্ম প্রদর্শনী-০২উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা প্রদর্শিত প্রতিটি ছবি সম্পর্কে জানতে চাইলে তা ব্যাখ্যা করেন শিল্পীরা।
চিত্রকর্ম প্রদর্শনীতে ৩ জন শিক্ষার্থীর ১৮টি চিত্রকর্ম স্থান পেয়েছে। শিল্পীরা হলেন ফার্মেসি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ আল ফয়সাল, মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের ১০তম ব্যাচের শিক্ষার্থী পুষ্পেন চক্রবর্তী এবং এমবিবিএস বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী তাসনুভা আফরোজ নোভা।
/এসএনএইচ/

লাইভ

টপ