Vision  ad on bangla Tribune

তনু হত্যাজড়িতদের শাস্তি দাবি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি১৬:১৬, মার্চ ২৭, ২০১৬

ফটো ক্রেডিটঃ আতিক হাসানকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেছে বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তেজগাঁয়ও ক্যম্পাসে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
কুমিল্লা ক্যন্টনমেন্টের অভ্যন্তরের আবাসিক এলাকায় গত ২১ মার্চ রাতে ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন মো. সাইদ ফকরুল হাসানসহ শিক্ষক শিক্ষার্থীরা।
তনু হত্যাকান্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, নারীর প্রতি অবমাননা, দেশব্যপী ধর্ষণ ও হত্যার মধ্যদিয়ে আমরা মরেও বেচেঁ আছি। প্রতি বছর এভাবেই প্রাণ দিচ্ছে হাজার তনু।

/এ সিএমএস/এসএনএইচ/

লাইভ

টপ